ব্রহ্মাণ্ডের কোনও শক্তি ৩৭০ ফেরাতে পারবে না: মোদী https://ift.tt/zkeEwT4 - MAS News bengali

ব্রহ্মাণ্ডের কোনও শক্তি ৩৭০ ফেরাতে পারবে না: মোদী https://ift.tt/zkeEwT4

নয়াদিল্লি: ক'দিন আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের ক্ষমতা ছিল রাষ্ট্রপতির, ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত বৈধ। সেই রায় নিয়ে বিতর্ক অবশ্য থামেনি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন এফ নরিম্যান, আইনজীবী প্রশান্ত ভূষণের মতো অনেকেই প্রশ্ন তুলেছেন, সংবিধান না মেনে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার সংশোধনী আনা হয়েছে বলে শীর্ষ কোর্টই যেখানে মন্তব্য করেছে, সেখানে এই সংক্রান্ত সিদ্ধান্ত কী করে বৈধ হতে পারে-প্রশ্ন উঠছেই। কিন্তু এই বিতর্ককে সরকারপক্ষ যে বিশেষ পাত্তা দিতে নারাজ, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মোদীর বক্তব্য, 'ব্রহ্মাণ্ডের কোনও শক্তি আর ৩৭০ অনুচ্ছেদকে ফিরিয়ে আনতে পারবে না। তাই আপাতত সকলে ইতিবাচক কাজে মন দিন।' গত সোমবার সুপ্রিম কোর্টের রায়কে 'ঐতিহাসিক' বলে মন্তব্য করেও মোদীর দাবি ছিল, এই রায় আশার আলো আনবে। কিন্তু এত কড়া ভাবে, সমালোচকদের কটাক্ষ করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়ার বার্তা এর আগে শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে।তাৎপর্যপূর্ণ ভাবে, প্রধানমন্ত্রী যেদিন এই মন্তব্য করেছেন, সেদিনই এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিস্ফোরক দাবি, 'কোনও দিন সকালে উঠে হয়তো দেখতে পাবেন, পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা উড়ছে।' ৩৭০ নিয়ে আলোচনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। এমনকী পাক অধিকৃত কাশ্মীরের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্তও নিয়েছে মোদী সরকার। এই পরিস্থিতিতে ৩৭০ না ফেরানো নিয়ে মোদীর কড়া অবস্থান এবং নিশীথের মন্তব্য প্রশ্ন তুলে দিচ্ছে, তবে কি সামরিক শক্তি ব্যবহার করে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করবে মোদী সরকার?জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল এবং ৩৭০ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে মোদী সরকার ২০২৪-এর ভোটের আগে ফের দেশাত্মবোধের হাওয়া তুলবে বলে ধারণা বিরোধীদের। মোদীর এদিনের বক্তব্য সেই জল্পনাকেই আরও জোরালো করল। নিশীথের বক্তব্য, '৩৭০ অনুচ্ছেদকে ছুড়ে ফেলে যদি লালচকে ভারতের তেরঙা উড়তে পারে, তবে পাক অধিকৃত কাশ্মীরেও যে কোনও দিন ভারতের জাতীয় পতাকা উড়তে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বলিষ্ঠ নেতারা যখন আছেন, তখন দেশের স্বার্থে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।' তবে, বিজেপির এই কড়া বার্তাকে বিশেষ পাত্তা দিতে নারাজ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর কযাক্ষ, 'পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর রয়েছে প্রায় তিন হাজার কিলোমিটারের। যেদিন কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়, অমিত শাহ সংসদে অনেক লম্বা-চওড়া ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন দখল করব। কিন্তু চিনই এখন লাদাখ দখল করে রয়েছে!' তাঁর সংযোজন, 'ভোটের আগে বাজার গরম করতে এই সব কথা বলছে ওরা। আগে পাক অধিকৃত কাশ্মীর থেকে একটা আপেল এনে দেখাক, তার পর তো দখল!' তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার বক্তব্য, 'সংসদের নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি থেকে নজর ঘোরাতেই বিজেপি এই সব কথা বলছে।'


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/CSAu2nT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads