আজ থেকে বন্ধ হাওড়ার লঞ্চ পরিষেবা, দুর্ভোগ চরমে https://ift.tt/I89pozU - MAS News bengali

আজ থেকে বন্ধ হাওড়ার লঞ্চ পরিষেবা, দুর্ভোগ চরমে https://ift.tt/I89pozU

এই সময়, উলুবেড়িয়া: এই সময় সংবাদপত্রের প্রকাশিত সংবাদের প্রতিবেদনই সত্যি হলো। আজ, মঙ্গলবার থেকে সমবায় সমিতি পরিচালিত হাওড়া থেকে বাগবাজার, বাবুঘাট, আর্মেনিয়ান ঘাটের ফেরি সার্ভিস রক্ষণাবেক্ষণের কাজে ছ’দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। সোমবারই এই মর্মে হাওড়া জেটিঘাটের‌ সব টিকিট কাউন্টারের সামনে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। এই থাকার ফলে কমপক্ষে পনের হাজার নিত্যযাত্রী-সহ কয়েক হাজার সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে এই সংস্থার লঞ্চ ও ভেসেলের রক্ষণাবেক্ষণের জন্য ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। তবে নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, বাউরিয়া থেকে বজবজ, গাদিয়াড়া থেকে গেঁয়োখালি ও নুরপুরের মধ্যে ফেরি চলাচল করবে। তবে এই রুটগুলিতে আগের তুলনায় কম সংখ্যায় ফেরি যাতায়াত করবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনশো কর্মচারী কাজ করে থাকেন। অর্থভাবে ধুঁকতে থাকা সমিতির কর্মীরা প্রায় দু’মাস বেতন পাননি। জমা পড়েনি পিএফের টাকাও।মূলত আর্থিক সঙ্কটের কারণে জলপথে যাতায়াতকারী লঞ্চগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ফিট সার্টিফিকেট পায়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সংস্থার কর্মীদের বক্তব্য, লঞ্চগুলিকে ডাঙায় তুলে এনে প্রতি পাঁচ বছর অন্তর ড্রাইডকিং করতে হয়। কিন্তু সমিতির অধীনে চলা সবগুলি লঞ্চকে ড্রাইডকিং করতে গেলে অন্তত দু’কোটি টাকার প্রয়োজন ছিল। ড্রাইডকিং পর্ব শেষ করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে। দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এই সমিতিকে অর্থ সাহায্য করা হয়নি। পাওয়া যায়নি ড্রাইডকিংয়ের প্রয়োজনীয় টাকাও। এই পরিস্থিতিতে হাওড়ার ব্যস্ত রুটে ফেরি চলাচল বন্ধ করে কী রক্ষণাবেক্ষণ করা হবে তা নিয়ে সংশয় রয়েছে কর্মীদেরই মধ্যে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/XwmUYh8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads