IPL নিলামের পরই দুঃসংবাদ, দক্ষিণ আফ্রিকার কাছে দুরমুশ টিম ইন্ডিয়া https://ift.tt/F1WtMJ8 - MAS News bengali

IPL নিলামের পরই দুঃসংবাদ, দক্ষিণ আফ্রিকার কাছে দুরমুশ টিম ইন্ডিয়া https://ift.tt/F1WtMJ8

একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। ভারত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেট প্রোটিয়ারা ৪৩ ওভারেই অর্জন করে ফেলে। সবথেকে বড় কথা, তারা দুটো মাত্র উইকেটই হারিয়েছে। আপাতত এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে এসেছে। প্রথম একদিনের ম্যাচে অবশ্য ভারতও ৮ উইকেটে জয়লাভ করেছিল।দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৪ রান করেই আউট হয়ে যান। তিলক বর্মাও শীঘ্রই ১০ রান করে আউট হলেন। এই পরিস্থিতিতে সাই সুদর্শন এবং অধিনায়ক কেএল রাহুল ভারতীয় ইনিংসের দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁদের মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সুদর্শন ৮৩ বলে ৬২ রান করলেন। আর কেএল রাহুল ৬৪ বলে করলেন ৫৬ রান। এই দুই ভারতীয় ব্যাটার আউট হওয়ার পরেই আর কেউ সেভাবে রান করতে পারেননি। সঞ্জু স্যামসন আরও একটা সুযোগ কাজে লাগাতে পারলেন না। তিনি ১২ রানে এবং রিঙ্কু সিং ১৭ রান করে আউট হয়ে যান। লোয়ার অর্ডারে আর্শদীপ সিং যথেষ্ট ভালো ব্যাট করেন। তিনি ১৭ বলে ১৮ রান করেছেন। গোটা ভারতীয় ক্রিকেট দল ৪৬.২ ওভারে ২১১ রান করে অলআউট হয়ে যায়। আফ্রিকার হয়ে ৩ উইকেট শিকার করেন নান্দ্রে বার্গার।জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে রিজা হেনড্রিকস এবং টোনি জোর্জি শুরুটা বেশ ধামাকাদার করেন। প্রথম উইকেটেই তাঁদের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রিজা ৫২ রান করে আউট হয়ে যান। এরপর রাসি ভ্যান ডার ডুসেনও টোনির সঙ্গে যোগ্য সঙ্গত দেন। তাঁরা দুজনে মিলে ২০৬ পর্যন্ত দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য মাত্র ৬ রান বাকি ছিল। ম্যাচের ফয়সালা ততক্ষণে হয়ে গিয়েছিল। প্রোটিয়া ব্যাটিং ব্রিগেড মাত্র ৪২.৩ ওভারেই এই কাঙ্খিত টার্গেট হাসিল করে নেয়। টোনি ১২২ বলে ১১৯ রান করেন। তিনি ৯ বাউন্ডারি এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল মোট ৮ বোলারকে ব্যবহার করেছিল। কিন্তু, অল্প রান তারা শেষপর্যন্ত ডিফেন্ড করতে পারেনি। ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং এবং রিঙ্কু সিং।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/2wWfFZS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads