Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/StbUp4W
দীপাবলির রাতে দেদার বাজি, বিষ বাতাসের চাদরে ফের ঢাকল দিল্লি https://ift.tt/xnmeraz

বাজি ফাটানোর উপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল। আর তার কারণ হল দূষণ। দূষণের চাদরে মুড়েছিল দিল্লির বাতাস। কয়েক সপ্তাহ ধরেই বাতাস বিষিয়ে উঠেছে। পরিবেশের কথা চিন্তা করেই বাজি ফাটানোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে আলোচনা করে প্রশাসন। পরে প্রাকৃতিক বৃষ্টিতেই কিছুটা হলেও স্বস্তি মেলে। আবহাওয়ার উন্নতি হয়। তবে দীপাবলির রাতে সব নির্দেশ অমান্য। নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার বাজি ফাটল রাজধানী দিল্লিতে। বাতাসের গুণগত মানের যতটা উন্নতি হয়েছিল তা ফের ঠেকল তলানিতে। । দিল্লি এনসিআর অঞ্চলে মানুষজন প্রচুর পরিমাণে আতশবাজি পুড়িয়েছেন। দিল্লির একাধিক জায়গা ঢেকে যায় পুরু ধোঁয়ার আস্তরণে। দিল্লির রাস্তায় ইতিউতি পড়ে রয়েছে বাজির খোল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, সোমবার সকাল ৭টার দিকে দিল্লির আনন্দবিহারে বাতাসের গুণগত মাণ ছিল খুবই খারাপ। আনন্দ বিহারে বাতাসের গুণগত মান তথা AQI অত্যন্ত খারাপ। সকাল ৬টায় আনন্দ বিহারে AQI ছিল ২৯৬ কিন্তু CPCB-এর তথ্য অনুযায়ী সকাল ৭টার মধ্যে তা বেড়ে পৌঁছেছে ৩০১-এ। শহরের বেশির ভাগ এলাকায় বায়ুর গুণমান 'খারাপ'। সকাল ৬টা ৫৫-র দিকে নয়াদিল্লি এলাকায় বাতাসের AQI ছিল ৫৮৯। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার দিল্লির বিভিন্ন জায়গায় আতসবাজির খোল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পিটিআই-এর মতে, রবিবার বিকেল ৪টার পর বাজি পোড়ানোর তীব্রতা বাড়লেও গত বছররের তুলনায় তা কম ছিল। দিল্লির বাতাসের মান সদ্য়ই AQI ৪০০ পার করেছে। AQI ৪০০ হওয়ার অর্থ বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ। দূষণ রুখতে দিল্লিতে আপ সরকার সম্পূর্ণ ভাবে বাজি নিষিদ্ধ ঘোষণা করে। তবে সরকারের নির্দেশকে থোরাই কেয়ার। নির্দেশের তোয়াক্কা না করেই ব্যাপক হারে বাজি ফাটানো হয়েছে দিল্লিতে। লোধি রোড, আরকে পুরম, পাঞ্জাবি বাগে ব্য়াপক বাজি পুড়েছে। প্রসঙ্গত দিল্লি দূষণের মাত্রা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিলে যে প্রাতঃভ্রমণ সহ একগুচ্ছ বিষয়ে সতর্কতা জারি করেছে দিল্লি সরকার। শনিবার দিল্লির স্বাস্থ্য বিভাগ জনসাধরণের জন্য একটি সতর্কবার্তা জারি করে। যেখানে বলে হয় পরিস্থিতি বিচারে বর্তমান সময়ে প্রাতঃভ্রমণ ও ব্যায়াম এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং শিশু, যারা কোনও না কোনওভাবে চিকিৎসাধীন, তাদের দূষণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অতিদূষিত এলাকাগুলিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/StbUp4W
Previous article
Next article
Leave Comments
Post a Comment