'এটা রোহিতের দল, দায়িত্ব ওর...', বিশ্বকাপের আগে এ কী কথা দ্রাবিড়ের মুখে? https://ift.tt/6dAqu0C - MAS News bengali

'এটা রোহিতের দল, দায়িত্ব ওর...', বিশ্বকাপের আগে এ কী কথা দ্রাবিড়ের মুখে? https://ift.tt/6dAqu0C

হাতে আর বেশি সময় নেই। চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিকদের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা বললেন। তবে এই সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় এমন একটা মন্তব্য করে ফেলেছেন, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তিনি মনে করেন, তাঁর কাজ ছিল এই বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুত করে দেওয়া। সেই কাজটা ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন। এবার তিনি পর্দার অন্তরালে চলে যাবেন। এবং রোহিত শর্মাকে নিজের দল গঠন করার সম্পূর্ণ সুযোগ দেবেন।শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বললেন, 'আমি সত্যি কথা বলছি যে ম্যাচ শুরু হওয়ার পর এই দলের দায়িত্ব সম্পূর্ণভাবে অধিনায়কের উপর থাকে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও অধিনায়কের হাতেই থাকে। মাঠের মধ্যে অধিনায়ক একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করতে থাকেন। একজন কোচ হিসেবে আমার দায়িত্ব ছিল, এই দলটাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে দেওয়া। এবার ক্রিকেটারদের উচিত নিজেদের খেলা উপভোগ করা এবং নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করা।'সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন কোচ হিসেবে আমার দায়িত্ব ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে পর্যন্ত থাকে। কিন্তু, ক্রিকেটাররা একবার মাঠে প্রবেশ করলে, গোটা বিষয়টা তারাই পরিচালনা করে। কোচ হিসেবে দলের জন্য একটা রান করার ক্ষমতাও আপনার নেই। না কোনও উইকেট শিকার করতে পারবেন। এবার আমাদের উচিত, ভারতীয় ক্রিকেটারদের পূর্ণ সমর্থন করা।'এই বৈঠকেই দ্রাবিড়কে প্রশ্ন করা হয় যে বিশ্বকাপে জয়লাভ করার জন্য একটা দলের কত রান করা উচিত? জবাবে রাহুল হাসতে হাসতে বললেন, 'বিপক্ষ দলের থেকে মাত্র ১ রান বেশি করলেই চলবে। আমার মনে হয় যে এটাই সবথেকে যোগ্য উত্তর। দেখুন, এই ব্যাপারে তো আর আগে থেকে কিছু বলা যায় না। গোটা বিষয়টাই পরিস্থিতি এবং বিপক্ষ দলের উপর নির্ভর করে। এটাই বিশ্বকাপের আসল সৌন্দর্য্য।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/6m37vZo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads