বৃষ্টি থামতেই শপিংয়ের প্ল্যান, উইকএন্ডে ট্রাফিক জ্যামে ফাঁসতে হবে না তো? https://ift.tt/17YsHQU - MAS News bengali

বৃষ্টি থামতেই শপিংয়ের প্ল্যান, উইকএন্ডে ট্রাফিক জ্যামে ফাঁসতে হবে না তো? https://ift.tt/17YsHQU

টানা বৃষ্টির পর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। আকাশে ঝলমলে রোদের দেখা পাওয়া যাচ্ছে। আর বৃষ্টি কমে যাওয়া মানেই শহর কলকাতার বুকে অনেকটাই কমে যায় যানজটের আশঙ্কা। কারণ বৃষ্টিতে কলকাতার রাস্তায় যানজট খুবই স্বাভাবিক একটি ঘটনা। বৃষ্টিতে কলকাতার বহু জায়গায়, বিশেষত নিচু এলাকাগুলিতে প্রায়শই জল জমার খবর পাওয়া যায়। আর তার ফলে খুব স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে পড়ে যানবাহনের গতি। এই পরিস্থিতিতে তৈরি হয় যানজট। আর যানজট মানেই কাজের দিনে ব্যস্ত সময় মানুষের হয়রানি। কর্মস্থলে পৌঁছতে দেরি। আজ শপিংয়ের প্ল্যান রয়েছে?যদিও আজ অবশ্য শনিবার, সপ্তাহান্ত। আর উইকএন্ড মানেই একটা ছুটির মেজাজ। শহর কলকাতার বুকে অন্যান্য কাজের দিনের চেয়ে, তাই আজ ভিড় তুলনামূলকভাবে কম। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের অবশ্য কাজের প্রয়োজনে বেরোতেই হয়েছে। এছাড়া যেহেতু সামনে পুজো, তাই উইকএন্ডে পুজোর শপিংয়ের একটা ভিড় তো থাকবেই। সেক্ষেত্রেও এদিন স্বস্তি। কারণ বিগত ১-২ সপ্তাহ ধরে কার্যত দফায় দফায় বৃষ্টির জেরে অনেকেরই পুজোর শপিংয়ের প্ল্যান ভেস্ত যায়। কিন্তু আজ অবশ্য শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সেভাবে বৃষ্টি তেমন কোনও পূর্বাভাস নেই। আর সেই কারণেই, এদিন একপ্রকার নিশ্চিন্তেই শপিংয়ে বেরোতে পারবেন মানুষজন। রয়েছে বিশেষ মেট্রো ও শপিং স্পেশাল বাসপুজোর শপিংয়ের জন্য যাঁরা আজ বেরোবেন বলে প্ল্যান করছেন, তাঁদের শপিংয়ের বাড়ি ফেরা বিষয়েও দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ পুজোর কেনাকাটার জন্য একদিকে যেমন শপিং স্পেসাল বাস ঘোষণা করেছে রাজ্য পরিবহণ দফতর, অন্যদিকে আগামী ১৫ তারিখ পর্যন্ত শনি এবং রবিবারগুলিতে স্পেশাল মেট্রোও ঘোষণা করা হয়েছে। আজও কি মিটিং-মিছিল?এদিকে শহর কলকাতার বুকে মিটিং, মিছিল ও সমাবেশ নিত্যদিনের ঘটনা। যার জেরে অফিস টাইমে অনেক সময়ই যানজট ও হয়রানির মুখে পড়তে হয় মানুষকে। সেই দিক থেকেও আজকে স্বস্তির বার্তা। কারণ জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহর কলকাতার যানজচলাচল মোটের ওপর স্বাভাবিকই আছে। গতকাল রাত থেকে কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। আজ বিশেষ কোনও মিটিং মিছিলেরও খবর নেই। তাই সারাদিন যান চলাচল মসৃণ থাকবে বলেই মনে করা হচ্ছে। আর যদি কোনও জায়গায় বিশেষ প্রয়োজন হয়, তবে সেই অনুযায়ী ট্রাফিক ডাইভারশান করা হবে বলে জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।সব খবর সবচেয়ে আগে জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক :


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/j0sBkaG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads