সার্চ কমিটি গঠন নিয়ে বিধানসভায় বিল পেশ https://ift.tt/aOi1R0r - MAS News bengali

সার্চ কমিটি গঠন নিয়ে বিধানসভায় বিল পেশ https://ift.tt/aOi1R0r

এই সময়: কলকাতা সহ রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ে গঠনে অর্ডিন্যান্স আগেই জারি হয়েছিল। এবার সেই অর্ডিন্যান্সকে আইনি স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় বিল পেশ করা হলো। নয়া আইনে উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকছেন না। তবে মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধিকে রাখা হবে সেই কমিটিতে। আগামী শুক্রবার বিধানসভায় এই বিলের ওপর আলোচনা হওয়ার কথা। বিধানসভায় পেশ হওয়া 'পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ল ২০২৩'-এ স্পষ্ট বলা হয়েছে, সার্চ কমিটি এবার থেকে উপাচার্য পদে তিন থেকে পাঁচ জনের নাম সুপারিশ করতে পারবে। যাঁদের নাম সুপারিশ করা হবে তাদের অন্তত দশ বছরের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে যদি কারও দশ বছর কোনও প্রতিষ্ঠিত গবেষণা সংস্থা বা অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকে তা হলেও চলবে। এই আইনে বলা হয়েছে, কারও মেয়াদ শেষ হওয়া বা ৬৫ বছর পূর্ণ হওয়ার পরে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই উপাচার্য হিসেবে এক বছর কাজ চালাতে পারবেন। বর্তমান আইনে ছয় মাস পর্যন্ত তাঁকে কাজ করার সুযোগ দেওয়া রয়েছে। এছাড়া সার্চ কমিটি গঠন করতে হবে পাঁচ জন সদস্য নিয়ে। আগে তিন জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি করা হত। এই কমিটিতে আবার ফিরিয়ে আনা হচ্ছে ইউজিসির প্রতিনিধিকে। তাঁর সঙ্গে থাকছেন মুখ্যমন্ত্রী, আচার্য, রাজ্য উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি ছাড়াও রাজ্য সরকারের প্রতিনিধি। তবে এদের মধ্যে আচার্যর প্রতিনিধিই সার্চ কমিটির চেয়ারম্যান হবেন। যদিও বর্তমান আইনে রাজ্যপালই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যর দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সার্চ কমিটিতে প্রতিনিধি না থাকায় তাদের আপত্তির কথা জানিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/VPhCyot
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads