'কষম কর ভল যও' খডগর টটকতই মটছ পইলট-গহলট দবনদব? https://ift.tt/FRNW10s - MAS News bengali

'কষম কর ভল যও' খডগর টটকতই মটছ পইলট-গহলট দবনদব? https://ift.tt/FRNW10s

এই সময়, নয়াদিল্লি: ভুলে গিয়ে, এগিয়ে যাও, সেটাই একমাত্র পথ অর্থাৎ '!' রাজস্থানের তরুণ নেতা সচিন পাইলটকে সম্প্রতি এই পরামর্শই দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সে কথাই মেনে নিলেন তিনি। শনিবার সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বললেন, 'অশোক গেহলতজি প্রবীণ নেতা, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাও প্রচুর৷ তাঁর কাঁধে অনেক দায়িত্ব৷ আমি যখন রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম তখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গেহলতজিও তাই করছেন৷' তার পরেই স্পষ্ট করে দেন, তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়েই লড়াই করবেন। এই প্রসঙ্গেই সচিনের দাবি, '(গেহলতজির সঙ্গে) যাবতীয় তিক্ততা ভুলে সামনে এগোতে চাই৷ দলের হয়ে কাজ করা, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য৷' জানান, খাড়গে বর্ষীয়ান নেতা, তাই তাঁর উপদেশগুলি নির্দেশের মতো৷ তা মনে রেখেই কাজ করবেন। গেহলতের সঙ্গে তাঁর মতান্তরকে পিছনে ফেলে রেখে এগোনোর ক্ষেত্রে পাইলটের উপলব্ধি হল, 'ব্যক্তিগত ইস্যুর থেকে দল ও জনতা সবসময়েই বড়৷' তবে, রাহুল-খাড়গের উদ্যোগে তৈরি 'সন্ধি' শেষ পর্যন্ত কত দিন স্থায়িত্ব পাবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/fzZMSHb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads