দেশের মাথা হেঁট করেছে, মণিপুর গিয়ে BJP-কে নিশানা বিরোধী জোটের https://ift.tt/9zPC1E2 - MAS News bengali

দেশের মাথা হেঁট করেছে, মণিপুর গিয়ে BJP-কে নিশানা বিরোধী জোটের https://ift.tt/9zPC1E2

মণিপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপি-কে নিশানা করলেন বিরোধী জোট ‘INDIA’-এর সদস্য তথা লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দুই আদিবাসী মহিলার সঙ্গে বর্বরোচিত ঘটনা বিশ্বের কাছে ভারতের সম্মান হেঁট করে দিয়েছে বলে দাবি করলেন তিনি। সেই সঙ্গে রাজনীতি করতে বিরোধীরা গেছে বলে যে অভিযোগ বিজেপি করেছে, তাও নস্যাৎ করেছেন বহরমপুরের সাংসদ।মণিপুরে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটানোর একটি ভিডিয়ো গত ১৯ জুলাই সোসাল মিডিয়ায় করা হয় পোস্ট। ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ। প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে সংসদের দুই কক্ষে সরব হয়েছে বিরোধী দলগুলি। এর মধ্যে মণিপুর ইস্যুতে লোকসভায় আনা হয়েছে অনাস্থা।মণিপুরে পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না বলে অভিযোগ করেন। তাঁর মতে, মনিপুরের বিজেপি সরকারের উপর তারা আস্থা হারিয়ে ফেলেছে।ধর্ষণের শিকার এক মহিলার মায়ের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য এবং ডিএমকে নেতা কানিমোঝি। বিরোধী নেতাদের কাছে ওই ভুক্তভোগীর মা বিচার দাবি করেছেন বলে জানান তিনি।এদিকে, বিরোধী জোটের নেতারা মণিপুর পৌঁছালে, আদিবাসী উপজাতি নেতাদের একটি ফোরাম তাদের সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি শাসনের দাবিতে দ্রৌপদী মুর্মুর কাছে ফোরামের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে বলে বিরোধী নেতাদের জানায় তারা। এ নিয়ে বিরোধী নেতাদের সমর্থনও দাবি করেছেন ফোরামের সদস্যরা।এর আগে ২০ সদস্যের বিরোধী দলের মণিপুর যাওয়া নিয়ে বিজেপির তরফে কটাক্ষ করা হয়। রাজনৈতিক স্বার্থে বিরোধীদের মণিপুর সফর বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও তাঁর দাবি খারিজ করেছেন বিরোধী নেতারা। মানুষের দুঃখ ভাগ করে নিতেই তাদের এই সফর বলে জানান অধীর। মণিপুরের হিংসার স্থায়ী সমাধান দাবি করেন তিনি। সেই সঙ্গে শান্তিস্থাপনের আবেদন জানানো হয়।মণিপুরে সিবিআই তদন্ত নিয়েও মুখ খোলেন তৃণমূলের সুস্মিতা দেব। এতদিন কেন্দ্র কোথায় ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা নিয়ে সোমবার লোকসভায় আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/5Wwaons
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads