১৪৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ, RCB-কে কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বিরাট-ডু প্লেসি জুটি https://ift.tt/YkTbFh5 - MAS News bengali

১৪৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ, RCB-কে কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে বিরাট-ডু প্লেসি জুটি https://ift.tt/YkTbFh5

ও , RCB-র দুই ভরসার নাম। বিশ্ব ক্রিকেটে বোলারদের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য এই দুটো নামই যথেষ্ট। ২০২২ সালে RCB-র দায়িত্ব নেন ফাফ ডু প্লেসি। কিন্তু তারপরও আসেনি সাফল্য। তবে এই বুড়ো হাড়ের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত কাপ ছাড়াই কেটেছে দক্ষিণের এই দলের। এবার তাই শুরু থেকেই চার্জড আপ হয়ে নামল তারা। প্রথম ম্যাচ RCB-র ছির মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই সবসময় একটা বড় গাঁট। তারউপর মুম্বইতে রয়েছে ক্যামেরন গ্রিন, ঈশান কিষান, রোহিত শর্মার মত বিগ হিটাররা। যারা যেকোনও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাদেরকে বুদ্ধি করে আটকে দিল RCB। বদলে একটা দুর্দান্ত ওপেনিং ইনিংস উপহার দিল। ১৪৮ রানের পার্টনারশিপ তৈরি করল ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির জুটি। ২০২২ সালটা ভালো যায়নি দুই তারকার জন্য। কিন্তু ২০২২ সালে নিজের রানের খরা কাটান বিরাট কোহলি। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালের শুরুটাও তিনি রান দিয়ে করেন। বড় রান পান তিনি নতুন বছরের শুরুতে। টেস্টে সেঞ্চুরির খরা কাটান তিনি। কঠিন পিচে ঘুরে দাঁড়ান। সেই ধারাটাই তিনি বজায় রাখলেন IPL-এ। প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস উপহার দিলেন। অন্যদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণ করে এবার IPL-এ জ্বলে উঠলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিরাটের সঙ্গে ওপেন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেললেন তিনি। বিরাটের থেকে দ্রুত রান করতে থাকেন ডু প্লেসি। অন্যদিকে ধীরে ধীরে নিজের রান করতে থাকেন বিরাটও। দু’জনে মিলে মুম্বইয়ের ১৭২ রানের লক্ষ্যমাত্রাকে সহজ করে তোলেন। যখন ম্যাচ জেতার মুখে সেই সময় ভাঙে জুটি। ১৪৮ রানের জুটি ভেঙে যায়। ৭৩ রান করেন ফাফ ডু প্লেসি। তাঁর ইনিংসে ছিল ৫টা চার ও ৬টা ছয়। ৪৩ বলে এই রান করেন তিনি। অন্যদিকে বিরাট কোহলি ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টা চার ও ৫টা ছয়। ডু প্লেসি ফিরে যাওয়ার পর ০ রানে ফেরেন দীনেশ কার্তিক। শেষে ম্যাক্সওয়েল এসে ৩ বলে ১২ রান করে ম্যাচ জিতিয়ে দেন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cXia0pI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads