Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VZid7kM
অ্যাক্সিডেন্টই হল কাল! শেষের পথে পন্থের ক্রিকেট ক্যারিয়ার? https://ift.tt/r0nYOEv

ভারতীয় ক্রিকেটে সবথেকে বড় ধাক্কা ঋষভ পন্থের দুর্ঘটনা। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এখন তিনি রিহ্যাবে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে যা এক বড় ধাক্কা ভারতীয় দলের কাছে। এবার পন্থের মাঠে ফেরা নিয়ে আপডেট দিল BCCI। আপাতত পন্থের জায়গায় উইকেট কিপিং করছেন কেএল রাহুল ও ঈশান কিষান। তবে পন্থের অভাব পূরণ করতে পারছেন না তিনি। বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল পন্থকে বিশ্বকাপের আগে সুস্থ করার। সেই হিসেবে পন্থের চিকিৎসা শুরু হয়। অস্ত্রোপচারের পর দেরি না করে পন্থকে NCA-তে পাঠানো হয়। তিনি IPL-এও দলের সঙ্গে দেখা করতে যান। তবে এখন জানা যাচ্ছে কোনও অলৌকিক ঘটনা না ঘটলে পন্থের পক্ষে ৬-৭ মাসে মাঠে ফেরা সম্ভব নয়।যার অর্থ, অক্টোবর মাসে শুরু হতে চলা বিশ্বকাপে পন্থের খেলা বিশ বাঁও জলে। এরথেকে আরও বড় খবর, পন্থের চোটের যা অবস্থা তাতে তিনি কতদিন কিপিং করতে পারবেন সেটাও ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। ভারত বিশ্বকাপের জন্য উইকেটের পিছনে কেএল রাহুল ও ঈশান কিষানকে তৈরি করছে।BCCI-এর এক কর্তা ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ঋষভ দ্রুত সুস্থ হচ্ছে। কিন্তু ওকে স্ট্রেচিং শুরু করতে ৬-৭ মাস সময় লাগবে। বিশ্বকাপে এখন ওর কাছে অনেক কঠিন একটা পরীক্ষা। আমরা চাই ও আগে সুস্থ হোক, ক্রিকেট নিয়ে পরে ভাবা যাবে। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে ওর অনেক সময় লাগবে।’২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর পিঠে ও পায়ে চোট লাগে। তাঁর পায়ে দুবার অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি ধীরে ধীরে হাঁটার অভ্যাস করছেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পন্থ দিল্লি ক্যাপিটালসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভালোভাবে তৈরি হচ্ছি এবং আমি প্রতিদিন একটু একটু করে সুস্থ হচ্ছি।’তবে বোর্ডের একটি সূত্রের খবর, পন্থের লিগামেন্টে তিনটে চোটের পর তিনি কিপার হিসেবে কতটা খেলতে পারবেন সেটা বড় প্রশ্ন। কারণ পন্থের হাঁটুতে এখন বেশি চাপ দেওয়া যাবে না। কিন্তু কিপিং করতে গেলে স্কয়্যাটের অবস্থায় দীর্ঘক্ষণ থাকতে হয়।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VZid7kM
Leave Comments
Post a Comment