শ্রাবন্তীর উদ্বোধন করা জিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ https://ift.tt/9hgUr6s - MAS News bengali

শ্রাবন্তীর উদ্বোধন করা জিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ https://ift.tt/9hgUr6s

মধ্যমগ্রামের স্টার মলের একটি বিলাসবহুল জিমের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, এই মলে 'দ্য ফিটনেস এম্পায়ার' নামক একটি জিম খোলা হয় বছর দুয়েক আগে। সেখানে হাজার হাজার টাকা খরচ করে বহু মানুষজন মেম্বারশিপ নিয়েছেন। কিন্তু, বর্তমানে জিমে ঝুলছে তালা। ঘটনায় টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়া ব্যক্তিরা দ্বারস্থ হয়েছেন মধ্যমগ্রাম থানার।এই বিলাসবহুল জিমটির উদ্বোধন করেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। যদিও এই জিমের মালিক কে? এই বিষয়টি নিয়ে পুলিশের তরফে এখনও নির্দিষ্ট করে কোনও তথ্য দেওয়া হয়নি। তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আরও জানিয়েছেন, দীর্ঘদিন তিনি ওই জিমের সঙ্গে যুক্ত নয়।ঠিক কী অভিযোগ?জানা গিয়েছে, চলতি বছরের শুরুতেই এই যেখানে বলা হয় ১৮ হাজার নয়, এককালীন সাত হাজার টাকা দিলেই এই জিমের মেম্বারশিপ বছরভরের জন্য পাওয়া যাবে। এরপরেই অনেকে সেখানে ভর্তি হন। কিন্তু, এরপর হোলি এবং দোলের জন্য জিম বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় এবং তা এখনও খোলা হয়নি। এরপরেই মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন মেম্বারশিপ নেওয়া ব্যক্তিরা। তাঁদের দাবি প্রতারিত হয়েছেন তাঁরা। ঠিক বক্তব্য অভিযোগকারীদের?প্রসেনজিৎ পালিত নাম এক ব্যক্তি বলেন, “আমি ফেব্রুয়ারিতে টাকা গিয়েছিলাম। বলেছিলাম মার্চ থেকে জিমে আসা শুরু করব। মার্চে এসে দেখি একটা নোটিশ ঝোলানো হয়েছে,তাঁর সংযোজন, “ পরবর্তীতে মলের তরফে দেখলাম একটা নোটিশ দেওয়া হয়েছে যে জিম বন্ধ। মল কর্তৃপক্ষ বলছে যে ওরা জিমের থেকে একটা নির্দিষ্ট টাকা পায়। আর তা মেটানো পর্যন্ত জিম বন্ধ থাকবে। আমরা চাই জিম কর্তৃপক্ষ আমাদের অন্ততপক্ষে কিছু জানাক।” এই জিমের অপর সদস্য রাজর্ষি বসু বলেন, “৭ হাজার টাকার বিনিময়ে আমি এক বছরের মেম্বারশিপ নিয়েছিলাম। পাশাপাশি পার্সোনাল ট্রেনারের জন্য আরও চার হাজার টাকা দিয়েছিলাম। জিমের উদ্বোধনে শ্রাবন্তী…উল্লেখ্য, স্টার মলে এই জিমের উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি সেই সময় বলেছিলেন, “আজকে ভীষণ স্পেশাল ডে। আমার সন্তানের মতো, জিম খোলা হল মধ্যমগ্রামের স্টার মলে। এই প্রথমবার কোনও মলে জিম খোলা হল। আমরাই করেছি। আমার সঙ্গে আরও তিনজন রয়েছে। আশা করছি মানুষজন আসবেন এবং নিজেদের ফিট রাখবেন।”যদিও এই জিমের মালিক কে সেই প্রসঙ্গে কোনও তথ্য দেওয়া হয়নি পুলিশের তরফে। এই বিষয়ে মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান,কোনও নোটিশ ছাড়া জিম বন্ধ হয়ে যাওয়া অভিযোগ করা হয়েছে। তবে এই জিমের মালিক অভিনেত্রী গোটা ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, গোটা বিতর্কে একটি বাংলা সংবাদ মাধ্যমকে শ্রাবন্তী প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, সমস্ত জিনিসের একটি সময় থাকে। যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা সময়মতো সমস্তটা পাবেন। জিমটা বন্ধ থাকার নেপথ্যে কোনও কারণ রয়েছে নিশ্চয়ই। তিনি আরও জানান, এই মুহূর্তে কাজ নিয়ে তিনি ব্যস্ত। তাই অন্য ক্ষেত্রে সময় দিতে পাচ্ছেন না। যাঁরা টাকা দিয়েছেন ।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/VtRlahJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads