নকলের কথা পরীক্ষককে জানানোয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মার দুই ছাত্রীর https://ift.tt/mr51LF6 - MAS News bengali

নকলের কথা পরীক্ষককে জানানোয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মার দুই ছাত্রীর https://ift.tt/mr51LF6

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক ছাত্রীর বিরুদ্ধে ওঠে নকলের অভিযোগ। নকল করার বিষয়টি পরীক্ষা হলের ইনভিজিলেটরকে বলে দেওয়ায় অভিযোগকারী ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই ছাত্রী ও তার সহপাঠীর বিরুদ্ধে। অভিযোগ, এতটাই মারধর করা হয় ওই ছাত্রীকে যে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ঘটনাটি ঘটেছে, হাওড়া শ্যামপুরের নওদাঁয়।গুরুতর আহত ওই ছাত্রীকে বাগনান পটলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল।জানা গিয়েছে, মুগকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শ্যামপুরের নওদাঁ নয়নচাঁদ বিদ্যাপীঠ ও কাঁটাপুকুর উচ্চ বিদ্যালয়, দুই স্কুলেরই পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল । বৃহস্পতিবার ছিল এডুকেশন পরীক্ষা। জানা গিয়েছে নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের ছাত্রীর পিছনে কাঁটাপুকুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সিট পড়েছিল। অভিযোগ পরীক্ষা চলাকালীন কাঁটাপুকুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীটি নকল করছিল। সেইসময় নওদাঁ বিদ্যাপীঠের ওই ছাত্রী হলের ইনভিজিলেটরকে বলে দেয়। অভিযোগ নওদাঁ নয়নচাঁদ বিদ্যাপীঠের এই ছাত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের বাইরে আসলে কাঁটাপুকুরের এই ছাত্রী ও তার এক সহপাঠী অভিযোগকারীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ আহত ওই ছাত্রীকে পটলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহত ওই ছাত্রীর অভিযোগ, ''পরীক্ষা চলাকালীন আমার পিছনে বসা ওই ছাত্রী নকল করছিল। আমি ইনভিজিলেটরকে অভিযোগ করায় পরীক্ষা শেষের পর আমি ও আমার বোন স্কুল থেকে বের হওয়ার পরেই ওই দুই ছাত্রী বোনকে হেনস্থা করতে শুরু করে। আমি বোনকে বাঁচাতে গেলে ওরা আমাকে বেধড়ক মারধর করে।'' নাওদা নয়নচাঁদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরুনাভ বাজানি জানান, ঘটনার খবর পাওয়ার পরেই আমি আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। অন্যদিকে, মুগকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মুন্সি বলেন, পরীক্ষার শেষে বিদ্যালয়ের বাইরে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। যে ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ সেই ছাত্রী ও তাদের আভিভাবকদের পাশাপাশি আহত ছাত্রীর অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠিয়েছিলাম। মারধর অভিযুক্ত দুই ছাত্রী ও তাদের অভিভাবকেরা বিদ্যালয়ে আসলেও আহত ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ে না আসায় কোন সিদ্ধান্ত নিতে পারা যায়নি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/DbBHzMI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads