চার, তিন না এক! ATK মোহনবাগানের ISL জয়ের পরিসংখ্যান নিয়ে দ্বিধায় সমর্থকরা https://ift.tt/6WZlqB1 - MAS News bengali

চার, তিন না এক! ATK মোহনবাগানের ISL জয়ের পরিসংখ্যান নিয়ে দ্বিধায় সমর্থকরা https://ift.tt/6WZlqB1

২০১৪, ২০১৬, ২০১৯। ISL-এর ইতিহাস দেখলে এই তিনবছর চ্যাম্পিয়ন হয়েছে একটাই দল অ্যাটলেটিকো ডি কলকাতা। যার পরে নাম পরিবর্তন করে হয় ATK। ISL-এর ইতিহাসে অন্যতম সফল দল, যারা সবথেকে বেশিবার চ্য়াম্পিয়ন হয়েছে। এবার এই তালিকায় যোগ হল আরও একটি পালক। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হল ATK মোহনবাগান। ISL-এর পুরনো হিসেবে অনুযায়ী, এই দলটা চ্যাম্পিয়ন হয়েছে চারবার। কিন্তু বেঙ্গালুরুকে পরাস্ত করার পরই পরিসংখ্যান বদলে গেল।কী সেটা? টাইব্রেকারে বেঙ্গালুরু FC-কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ATK মোহনবাগান। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি ম্যাচে। টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে তারা। আর জেতার পর ISL-এর টুইটারে দেখানো হল, প্রথমবার ISL চ্যাম্পিয়ন ATK মোহনবাগান। এতে কিছুটা চমকে গিয়েছেন সমর্থকরা। ২০২০ সালে সংযুক্তিকরণ হয়। সেই সময় জানানো হয়েছিল ATK-র সঙ্গে যুক্ত হল মোহনবাগান। এরপর থেকে ATK মোহনবাগান নাম নিয়ে ISL খেলা শুরু করে দল। ১৮৮৯ সালের প্রতিষ্ঠা হওয়ার দলের প্রতিষ্ঠার বছর হয় ২০২০। এতে ক্ষুব্দ হন সমর্থকরা। শতবর্ষ পেরনো ক্লাবের বয়স কমে যাওয়া মেনে নিতে পারেননি কেউ। শুরু হয় প্রতিবাদ। এই আন্দোলন আরও বাড়ে যখন ইস্টবেঙ্গল ক্লাব ISL খেলা শুরু করে। সেখানে ক্লাবের প্রতিষ্ঠার বছর দেওয়া হয় ১৯২০। এতেই আগুনে ঘি পড়ে। একদিকে সমর্থকদের একাংশ আন্দোলন করছিলেন, আবার অন্যদিকে সমর্থকরা মাঠে গিয়ে দলের হয়ে গলা ফাটাতেন। সবুজ মেরুন জার্সি ও মোহনবাগান নামের জন্য তাঁরা মাঠে গিয়েছেন। এবার সবার কথাই রইল। মোহনবাগান নামের আগে থেকে সরে গেল ATK। ATK মোহনবাগানের বদলে দলের নাম হল মোহনবাগান SG। তবে নাম পরিবর্তনের আগে দলের ট্রফি সংখ্যা নিয়ে কিছুটা দ্বিমত তৈরি হয়। ইতিহাস দেখলে ISL ট্রফির সংখ্যা দেখায় চার। আর বর্তমান দেখলে সেটা হয় ১। এই ভুলটা ভাঙে পরে। যখন বোঝা যায় ২০২০ সালে ATK ক্লাবটা সরে গিয়ে ISL-এর কাছে রেজিস্টার করা হয় ATK মোহনবাগান ক্লাব। যারা প্রথমবার চ্যাম্পিয়ন হল। আর আগামী মরশুমে তাদের নাম পরিবর্তন করে হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কা জানালেন, পরিকল্পনা অনেক আগেই হয়ে গিয়েছিল। ঘোষণার অপেক্ষা ছিল। দল জেতায় সেই ঘোষণা করে দিলেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/3XQ6kUr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads