হাইকোর্টের নির্দেশে ইস্তফা গ্রাম পঞ্চায়েতের প্রধানের, উচ্ছ্বাস BJP কর্মীদের https://ift.tt/1ZksFLA - MAS News bengali

হাইকোর্টের নির্দেশে ইস্তফা গ্রাম পঞ্চায়েতের প্রধানের, উচ্ছ্বাস BJP কর্মীদের https://ift.tt/1ZksFLA

West Bengal News : হাইকোর্টের নির্দেশে অনাস্থা প্রস্তাবের আগেই পদ থেকে ইস্তফা দিলেন দক্ষিন দিনাজপুর জেলার ডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা কর্মকার সূত্রধর। গত শুক্রবার তিনি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য BDO-র কাছে আর্জি জানান। অবশেষে সেই আবেদন গৃহীত হল আজ শুক্রবার। সেই ইস্তফা পত্র পঞ্চায়েতের উপপ্রধানের হাতে তুলে দেন মল্লিকা কর্মকার সূত্রধর। শুধুমাত্র প্রধানের পদ নয় BJP-র সদস্য পদ থেকে ইস্তফা দেন বলে দাবি করেছেন মল্লিকা। এদিকে পঞ্চায়েতের বোর্ড BJP-র হাতে আসতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। প্রসঙ্গত, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল BJP সদস্যরা। সেই অনাস্থা প্রস্তাব পরিকল্পিতভাবে ভেস্তে দেন বলে অভিযোগ তোলে BJP। এই ঘটনা নিয়ে BJP নেতা সুভাষ সরকারের সঙ্গে বচসা হয় BDO-র। অভিযোগ সেইসময় BDO-কে চেয়ার ছুড়ে মারেন BJP নেতা সুভাষ সরকার। এই ঘটনায় ৫৩ দিন জেল হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান ওই BJP নেতা। তারপর BJP-র পক্ষ থেকে ডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রতি অনাস্থা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন, ডাঙা গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব ১৫ ফেব্রুয়ারীর মধ্যে কার্যকর করতে হবে। এমনকি আদালত আরও নির্দেশ দেন পঞ্চায়েত অফিসে অনাস্থা সভা করা যাবে না এবং অতিরিক্ত পুলিশ সুপারকে থাকতে হবে ওই সভায়। কিন্তু তার আগেই পঞ্চায়েতের প্রধান গত শুক্রবার পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে BDO-র কাছে আবেদন করেন। প্রশাসনিক প্রক্রিয়ার পর এদিন উপপ্রধানের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়৷ জানা গিয়েছে, ডাঙা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২০টি। যার মধ্যে BJP ১১, তৃণমূল ৬, বামফ্রন্ট ৩। যদিও ২০২১ সালে BJP -র প্রধান তৃণমূলে যোগদান করেন। যার ফলে -র ১০ আসন রয়েছে। অন্যদিকে ২০২২ সালে শেষের দিকে এক তৃণমূল সদস্য মারা যান। যার ফলে তৃণমূলের বর্তমান সদস্য ৬ এবং বাম ৩। যদিও প্রধান পদ থেকে ইস্তফা দেওয়া মল্লিকা কর্মকার সূত্রধর জানিয়েছেন, তিনি কোনোদিন তৃণমূলে যোগদান করেননি। তিনি প্রধান পদ থেকে ইস্তফা দেওয়া পর BJP-র সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তিনি এখন কোনও দলে নেই। অন্যদিকে BJP-র উপপ্রধান সুভাষ সরকার জানিয়েছেন, "অনেকদিন আগেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। সেই অনাস্থা সভা ভেস্তে দেওয়া হয়।" অবশেষে হাই কোর্টের নির্দেশে অনাস্থার সময় দেওয়া হয়। কিন্তু তার আগেই প্রধান ইস্তফা দেন। আজকে প্রধানের দায়িত্বভার সুভাষ সরকারের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, "এই জয় BJP-র জয়। কারণ প্রধান অনেক দিন আগেই যোগদান করেন এবং তাদের সঙ্গেই কাজ করছিলেন।"


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/MXQs0ov
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads