টমেটো, বেগুন, গাজর হরেক সবজির দাম একই! একনজরে আজকের বাজার দর https://ift.tt/o3HDx8Q - MAS News bengali

টমেটো, বেগুন, গাজর হরেক সবজির দাম একই! একনজরে আজকের বাজার দর https://ift.tt/o3HDx8Q

Kolkata Market Price: শীতের কামড় আর রাজ্যে নেই, তবে তাতে শীতকালীন সবজির দামে এখনও কোনও প্রভাবই পড়েনি। শহর কলকাতায় এখনও সবজির দাম রয়েছে সস্তাই। পাশাপাশি দাম কম রয়েছে শহরতলিতেও। যদিও সবজির দাম সস্তা হলেও, মাছের বাজারে ভবি ভোলার নয়। চড়া দামেই মাছ বাজারে বিক্রি হচ্ছে একাধিক মাছ।উল্লেখযোগ্য ভাবে বাজারে একাধিক সবজি বিক্রি হচ্ছে প্রায় একই দরে। এ যেন হরেক সবজি মিলছে একদরে। বেগুন, টমেটো, গাজর, বিট, উচ্ছের মতো সবজি মিলছে কেজি প্রতি 30 টাকাতে। আলুর দামও রয়েছে অপেক্ষাকৃত সস্তাই। কেজি প্রতি জ্যোতি আলু বিকোচ্ছে 12 টাকা দরে। অন্যদিকে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা করে। ছোট জ্যোতি আলুর দাম রয়েছে 10 টাকা কেজি। কাঁচা লঙ্কা মিলছে 12 টাকা প্রতি 100 গ্রাম। বেলডাঙা কাঁচা লঙ্কার দাম রয়েছে 15 টাকা 100 গ্রাম। পাতিলেবুর দাম রয়েছে পিস প্রতি 3 টাকা। অন্যদিকে ফুলকপির প্রতি পিস বিক্রি হচ্ছে 8 টাকা দরে। মাঝারি আকারের বাঁধাকপির দাম রয়েছে 10 টাকা। ওলকপির প্রতি কেজির দাম রয়েছে 20 টাকা। পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে 10 টাকা দরে। অন্যদিকে মাছের বাজারে দাম রয়েছে আকাশ ছোঁয়া। কেজি প্রতি রুইয়ের দাম রয়েছে 200 টাকা। অপেক্ষাকৃত পোলট্রি চিকেনের দাম রয়েছে 190 টাকা। যা কিনা রুই মাছের তুলনায় কিছুটা হলেও কম। বাজারে মিলছে লোটে, ঢেলা, বাগদা চিংড়ির মতো মাছও। লোটের কেজি রয়েছে 120 টাকা। ভোলা মাঝারি আকার হলেই তার দাম হয়ে যাচ্ছে 250 টাকাতে। মাঝারি আকারের ট্যাংরার দামও রয়েছে 300 টাকা। অন্যদিকে ডিমের দাম সম্প্রতি কিছুটা কমেছে। দিন কয়েক আগেও যে ডিমের জোড়া ছিল 14 থেকে 15 টাকা। তা প্রতি পিস বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 5.50 টাকা দরে। ফলে একেবারে নিম্নবিত্ত পরিবারগুলি যে কিছুটা হলেও সুরাহা পাবে তা বলাই বাহুল্য। মাংসের মধ্যে চিকেনের দাম রয়েছে কেজি প্রতি 180 টাকা থেকে 195 টাকা। অন্যদিকে গোটা মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 135 টাকা দরে। পাশাপাশি মাটনের দাম রয়েছে সাধারণ নিম্ন- মধ্যবিত্তের আয়ত্বের বাইরে। মাটন কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 760 টাকা দরে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Z3Kz0Wf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads