Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/7NTrUcA
দেশের এই নামজাদা কোম্পানিগুলোর পিছনে Tata-দের হাত! জানতেন? https://ift.tt/O9LSWQ3

( পড়ুন টাটা গোষ্ঠী) দেশের সবথেকে পুরনো ব্যবসায়িক কংগলোমারেটগুলোর ( Conglomerate) মধ্যে অন্যতম। দেশের একজন নাগরিক, যিনি আবার একজন ভাল গ্রাহকও-- তাঁর পক্ষে টাটা গোষ্ঠী বিপুল ব্যবসায়িক অবদানের কথা অজানা নয়। টাটা গোষ্ঠী কেবলমাত্র একটি গাড়ি কোম্পানি নয়। টাটা মোটরস ( Tata Motors) ছাড়াও ওই গোষ্ঠীর নানা অন্য সংস্থায় বিনিয়োগ আছে৷ বছরের পর বছর ধরে টাটারা দেশের নানা ক্ষেত্রে নিজেদের ব্যবসায়িক রাজত্ব কায়েম করেছে৷ একটা সময় তো মজা করে বলা হত-- পুরো দেশটাই নাকি টাটাদের। যদিও সে দিন এখন আর নেই। তবুও টাটা গোষ্ঠীর প্রাধান্য থেকে গিয়েছে। আজ দেশের একাধিক সংস্থার পিছনে টাটা দের বিনিয়োগ, টাটাদের হাত রয়েছে৷ যে যে সংস্থায় টাটাদের ( Tata Group) হাত রয়েছে-- সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম 1 MG কিংবা TCS। টাটা কনসাল্টেন্সি সার্ভিস যে টাটাদের তা নিয়ে জানা-বোঝা নেই, আইটি জগতে এমন কর্মী খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু শুধু এইসব সংস্থা নয়৷ টাটাদের পৃষ্ঠপোষকতায় চলে এমন অনেকগুলো সংস্থা রয়েছে৷ যেমন ধরা যাক এয়ার ইন্ডিয়া ( Air India)। এই সংস্থাকেই টাটা সাম্প্রতিক কালে ভারত সরকারের কাছ থেকে কিনে নিয়েছে নিলামে। অক্টোবর মাসে এই সংস্থার নিলাম আয়োজন করেছিল ভারত সরকার। গত জানুয়ারি মাসে এই এয়ার ইন্ডিয়ার ( Air India) এই নিলামের কাজ সম্পন্ন হয়েছিল। বিশিষ্ট ওষুধ পরিবাহী সংস্থা 1 MG এর ক্ষেত্রেও রয়েছে টাটাদের হাত। এই সংস্থাও চালান টাটারা। এছারা এর পিছনেও রয়েছে টাটারা৷ বিশিষ্ট ঘড়ি কোম্পানির সংস্থা এর মালিকও টাটারা৷ বিষয়টি নিয়ে টাটা নিজেরাও কিছুটা ঠাট্টা-তামাশা করেছে। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে টাটা কর্তৃপক্ষ একটি মজার জিনিস পোস্ট করে। সেখানে তারা লেখে " হাত তুলুন যদি আপনি জানেন, এই সংস্থাগুলির পিছনে আমরা আছি।" সম্প্রতি টাটারা আরও বেশি সম্প্রসারণের রাস্তায় হাঁটছে। গোটা দেশজুড়ে UPI পেমেন্ট অথবা ডিজিটাল পেমেন্টের রমরমা চলছে। এই সময় দাঁড়িয়ে টাটারা UPI ব্যবসায় নামতে চলেছে। আশা করা যায়-- এই ব্যবসায়ও তারা বাজিমাত করবে। আপনি কি চান টাটারা এই ব্যবসায়ও সফল হোন? কমেন্টে জানান আমাদের কমেন্টবাক্সে৷ Read More :
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/7NTrUcA
Previous article
Next article
Leave Comments
Post a Comment