Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/tqLDikY
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই বাইডেন-জিনপিং ফোনালাপ, কী কথা হল? https://ift.tt/askFDBv

-এর মাঝেই চিনের প্রেসিডেন্ট এর সঙ্গে ফোনালাপ সারলেন মার্কিন প্রেসিডেন্ট Jo Biden। সূত্রের খবর, রাশিয়ার মিলিটারি অপারেশনের বিরুদ্ধে জিনপিংকে পশ্চিমী দেশগুলির পাশে দাঁড়ানোর কথা বলেন বাইডেন। White House -এর তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯:০৩ নাগাদ চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিয়ো কলে যোগাযোগ করেন জো বাইডেন। জানা গিয়েছে, তিনি ভিডিয়ো কল চলাকালীন জানান, দুই দেশের মধ্যে চলা এই ধরনের দ্বন্দ্ব একেবারেই কাম্য নয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, জিনপিংকে বলেন যে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একজোট হয়ে আন্তর্জাতিক স্তরে শান্তি ও নিরাপত্তার বাতাবরণ তৈরি করতে পারে। যদিও Xi Jingping রুশ প্রেসিডেন্ট Vladimir Putin -এর বিরুদ্ধে কোনও মন্তব্য করেছেন কিনা সে কথা স্পষ্ট নয়। বাইডেনের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিনের উপর চিন কোনও চাপ দেবে কিনা এ বিষয়টিও জানা যায়নি। উল্লেখ্য, এর আগে নভেম্বরে জো বাইডেনের সঙ্গে ভিডিয়ো কল মারফত কথোপকথন সেরেছিলেন জিনপিং। এ নিয়ে দ্বিতীয়বার ভার্চুয়াল বৈঠকে বসলেন দুই রাষ্ট্রনেতা। এদিনই Deputy Secretary Wendy Sherman এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “চিনের বোঝা উচিত যে ভবিষ্যতে আমেরিকা, ইউরোপের মতো উন্নত দেশগুলির সাহায্য দরকার। ভ্লাদিমির পুতিনের সঙ্গে দাঁড়িয়ে থেকে কোনও লাভ হবে না।" কিছুদিন আগেই শোনা গিয়েছিল, চিনের কাছ থেকে সামরিক সাহায্য চেয়েছে রাশিয়া। ওই খবর পাওয়ামাত্র নড়েচড়ে বসেছিল White House। ওই গুঞ্জনের মাঝে বাইডেন ও ভার্চুয়াল সাক্ষাৎকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/tqLDikY
Leave Comments
Post a Comment