প্রথম ম্যাচের আত্মবিশ্বাসই হাতিয়ার, বিরাটদের বিরুদ্ধে প্রস্তুত শ্রেয়স ব্রিগেড https://ift.tt/WOnbf9t - MAS News bengali

প্রথম ম্যাচের আত্মবিশ্বাসই হাতিয়ার, বিরাটদের বিরুদ্ধে প্রস্তুত শ্রেয়স ব্রিগেড https://ift.tt/WOnbf9t

১৫তম IPL জয় দিয়ে শুরু করেছে Kolkata Knight Riders। গত মরশুমের ফাইনালে হারের বদলা নিয়েছে Chennai Super Kings-এর থেকে। প্রথম থেকেই দাপট দেখিয়েছে। তিন বিভাগেই CSK-র থেকে এগিয়ে ছিল KKR। ফলে সহজেই জয় এসেছে। অন্যদিকে RCB ভালো শুরু করেও শেষে একটা ক্যাচ মিস করে ম্যাচ মিস করতে হয়েছে। তবে ব্যাট হাতে RCB কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে। এবার এই দুই দল মুখোমুখি হচ্ছে। যাকে বলে একেবারে 'ক্ল্যাশ অফ টাইটানস'। এই ম্যাচে নাইট ব্রিগেড বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতেও নারাজ। একদিকে KKR চাইবে জয়ের ধারা বজায় রাখতে, অন্যদিকে ডু প্লেসির RCB চাইবে প্রথম জয় পেতে। প্রথম ম্যাচে ডু প্লেসি দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। ৮৮ রানের ইনিংস খেলেছেন। একই ফর্ম বজায় রাখতে চাইবেন। ওপেনার অনুজ রাওয়াতও চাইবে ভালো শুরু দিতে। দীনেশ কার্তিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফাফ ডু প্লেসি আউট হওয়ার পর কার্তিক রান তুলে ক্যামিও ভূমিকা পালন করেছেন। পুরো ম্যাচে দলের ব্যাটিংকে ধরে রেখেছেন বিরাট কোহলি। নিজে অর্ধশতরান না পেলেও দলের ২০৫ রান তোলার পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। KKR-কে RCB-র ব্যাটিং নিয়ে সামলে চলতে হবে। তার প্রধান কারণ অভিজ্ঞতা। প্রথমে ধীরে রান তুলে পরে রান তোলার গতি বাড়িয়েছিল RCB। ফলে উমেশের নেতৃত্বে KKR-এর বোলিং প্রথমেই বিপক্ষের টপ অর্ডারকে ফেলে দিতে পারলে সুবিধা করতে পারবে। তবে শ্রেয়স ব্রিগেডের বড় সুবিধা হল ঘরের ছেলে অজিঙ্কা রাহানের ফর্ম। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে রানাতে ফর্মের পরিচয় দিয়েছেন। মুম্বইয়ের মাটি রাহানের কাছে পরিচিত। সেটার পুরো কাজে লাগিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার মাত্র ১৬ করলেও তিনি ফর্মে রয়েছেন। একটা বড় ইনিংসের অপেক্ষায় আছেন তিনি। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস এবং শেলডন জ্যাকসনদের দায়িত্ব নিতে হবে। নয়ত RCB-কে আটকাতে বেগ পেতে হবে। বল হাতে উমেশ যাদব, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের উন্নতি করার দরকার আছে। কারণ CSK ম্যাচে শেষের দিকে খেই হারিয়ে ফেলেছিল নাইট বোলিং। ধোনি ও জাদেজা ম্যাচটা অনেকটা টেনে নিয়েছিলেন। ম্যাচের মোড় ঘোরাতে পারেন RCB-র হর্ষল প্যাটেলও। গতবারের বেগুনি টুপি জয়ী হর্ষল নিজের দিনে বিপক্ষকে শেষ করতে পারেন। মহম্মদ সিরাজ প্রথম ম্যাচে ৫৯ রান দিয়েছেন। ওয়ানিনডু হাসারাঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ম্যাচে। ম্যাচটা সন্ধ্যায় হওয়ায় যে বড় রান হবে, সেটা আশা করা যেতেই পারে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/BC2L7KF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads