দলে নেই একাধিক ক্রিকেটার, কেমন হবে সম্ভাব্য নাইট একাদশ? https://ift.tt/TFbshxH - MAS News bengali

দলে নেই একাধিক ক্রিকেটার, কেমন হবে সম্ভাব্য নাইট একাদশ? https://ift.tt/TFbshxH

হাতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মাঠে নামতে চলেছে Royal Challengers এবং Kolkata Knight Riders। দুই দলই তাদের প্রথম ম্যাচে দারুণ খেলেছে। KKR যেমন বোলিংয়ে চমক দেখিয়েছে, তেমনই RCB তাক লাগিয়েছে ব্যাটিংয়ে। তবে সুক্ষ্ম পার্থক্য একটাই। প্রথম ম্যাচে KKR ব্রিগেড জয়লাভ করলেও বিরাটরা কিন্তু জিততে পারেনি। প্রথম ম্যাচের সাফল্যের পর KKR দ্বিতীয় ম্যাচেও একই দল নিয়ে নামতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ম্যাচে তারা ৩ বিদেশিকে নিয়ে নেমেছিল। দলের সঙ্গে এখনও যোগ দেননি অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্স। পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ শেষ করে তারা যোগ দেবে দলের সঙ্গে। ফলে প্রথম ম্যাচের মত চিন্তায় থাকবে ডেথ ওভারে বোলিং। তবে পাওয়ারপ্লে-তে দলকে ভরসা জোগাবেন উমেশ যাদব। তাঁর উপর ফাফ ডু প্লেসিকে আউট করার চাপ থাকবে। সেটাই হতে পারে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। প্রথম ম্যাচে শিবম মাভি ও আন্দ্রে রাসেল সেভাবে সাফল্য পাননি। RCB-র বিরুদ্ধে এই দুজন ক্লিক না করলে বড় রান হতে পারে। যদিও KKR-এর কাছে অপর বিদেশি খেলানোর সুযোগ আছে। সেক্ষেত্রে শেলডন জ্যাকসন বসতে পারেন। KKR-এর হাতে চামিকা করুনারত্নে, মহম্মদ নবি, টিম সাউদির মত বোলার আছেন। সেক্ষেত্রে স্যাম বিলিংস উইকেটের পিছনে থাকবেন। স্পিন বিভাগ দলের কাছে অন্যতম ভরসার। এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা থাকবে না। ব্যাটিংয়ে অজিঙ্কা রাহানের রান পাওয়া বড় সুবিধার। দ্বিতীয় ম্যাচ থেকে রানে ফিরতে চাইবেন ভেঙ্কটেশ আইয়ার। KKR-এর সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি/শেল্ডন জ্যাকসন, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের মতো মত RCB-ও এই ম্যাচে পাবে না গ্লেন ম্যাক্সওয়েল, জেসন বেহরেনডর্ফ এবং জস হ্যাজেলউডকে। এই তিনজন দলের প্রধান স্তম্ভ। যারমানে ডু প্লেসিকেও একই দল নিয়েই নামতে হবে। চার বিদেশির মধ্যে ডু প্লেসি নিজে, রুদারফোর্ড, ডেভিড উইলি এবং ওয়ানিনডু হাসারাঙ্গা হবেন চার বিদেশি। এছাড়াও হাতে নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন আছেন। আকাশ দীপের বদলে সিদ্ধার্থ কৌলকে সুযোগ দিতে পারে। RCB-র সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দীনেশ কার্তি, রুদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিনডু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/0RMKg8p
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads