যুদ্ধের জেরে বুড়ো হতে পারেন পুতিন, বন্ধ হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট! https://ift.tt/H3r4eMY - MAS News bengali

যুদ্ধের জেরে বুড়ো হতে পারেন পুতিন, বন্ধ হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট! https://ift.tt/H3r4eMY

Vladimir Putin-এর বয়স ৬৯। কিন্তু, তাঁর সুঠাম দেহ, চোখে-মুখে বলিরেখার চিহ্নমাত্র নেই। তাঁর এই মারকাটারি চেহারা এতদিন অনেকের কাছেই চিন্তার বিষয় ছিল। কিন্তু, এবার হয়তো 'বুড়ো' দেখাতে পারে পুতিনকে। কাল হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ! আর বয়স ধরে রাখতে পারবেন না এই রাষ্ট্রনেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এই মুহূর্তে বিশ্বের অধিকাংশের কাছেই খলনায়ক হয়ে উঠেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনার যুদ্ধনীতির সমালোচনায় সরব একাধিক দেশ। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে তারা আর রাশিয়ায় ওষুধ সরবরাহ করবে না। আর এর পরেই নিন্দুকরা সরব হয়েছে। তাদের কথায়, এর ফলে সবথেকে বেশি ক্ষতি হতে পারে পুতিনের। 'যৌবন ধরে রাখার জন্য' বলিরেখা মুছতে নাকি নিয়মিত করাতেন পুতিন। এই ওষুধ সরবরাহ বন্ধ হওয়াতে আর সেই চিকিৎসা করাতে পারবেন না পুতিন, দাবি নিন্দুকদের একাংশের। সত্যি এই পদ্ধতিতে 'যৌবন' ধরে রাখতে চাইছিলেন পুতিন? রুশ প্রেসিডেন্টের বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। কিন্তু, তাঁকে দেখলে বোঝার জো নেই। বলি রেখা, ত্বকে ভাঁজ বার্ধ্যকের চিহ্নমাত্র নেই। সোনালি চুল, তীক্ষ্ণ দৃষ্টিতে আজও পুতিন ঝড় তোলেন বহু তরুণী হৃদয়ে। কিন্তু, নিন্দুকদের কথায়, চেহারায় যাতে বার্ধক্যের ছাপ না পড়ে সেজন্য বিস্তর কাঠখড় পোহাতে হয় পুতিনকে। বোটক্স ট্রিটমেন্ট করান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে, ২০১১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট কিয়েভে গিয়েছিলেন। সেই সময় নাকি তাঁর চোখের তলায় বলিরেখা স্পষ্ট ছিল। কিন্তু, রাতারাতি তাঁর চেহারার জেল্লা ফেরত আসে। তারপরেই তাঁর বোটক্স করানোর নিয়ে তোলপাড় হতে শুরু করে। উল্লেখ্য, বোটক্স ইনজেকশনের মাধ্যমে চোখের তলায় বলিরেখা , ছোপ ইত্যাদি সরিয়ে ফেলা সম্ভব বলেই চিকিৎসক মহল জানাচ্ছে। আর বোটক্স করাতে পারবেন না পুতিন? রাশিয়ায় আগ্রাসনের প্রতিবাদে অনেকে ওষুধ প্রস্তুতকারী সংস্থা যেমন লিলি অ্যান্ড কো, অ্যাবিভি ইঙ্গ জানিয়েছে তারা আর এই দেশে অত্যন্ত জটিল রোগ ছাড়া কোনও ওষুধ সরবরাহ করবে না। উল্লেখ্য, অ্যাবিভি ইঙ্ক বোটক্স তৈরি করে। সেক্ষেত্রে আর যৌবন ধরে রাখার জন্য বোটক্স করাতে পারবেন না পুতিন, কটাক্ষ নিন্দুকদের। তাদের কথায়, এবার কি তবে বার্ধক্যের ছাপ পড়বে তাঁর কপালে? দুনিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cPHWSC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads