''বন্ধু চলে গেল...'', ওয়ার্নের আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ ক্রিকেটের রাজপুত্র https://ift.tt/4z1tlHe - MAS News bengali

''বন্ধু চলে গেল...'', ওয়ার্নের আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ ক্রিকেটের রাজপুত্র https://ift.tt/4z1tlHe

এই সময় ডিজিটাল ডেস্ক: বন্ধুর মৃত্যুতে মর্মাহত ব্রায়ান লারা ()। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিংবদন্তী অজি লেগ স্পিনার র ()। মৃত্যুর শোকপ্রকাশ করতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন লারা। ওয়ার্নের স্পিনের ভেলকি বনাম লারার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা। আর দেখা যাবে না সেই ভেল্কি। থেমে গেছে স্পিন। বিপক্ষের উইকেট নয়, স্পিন এবার ওয়ার্নারের উইকেটকেই ভেঙে দিল। অজি কিংবদন্তী রড মার্শ মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চলে গেলেন । প্রিয় বন্ধু ওয়ার্নকে নিয়ে শোক প্রকাশ করে একটু টুইট করেন ব্রায়ান লারা (Brian Lara)। টুইটে দুজনের পুরনো একটি ছবি তিনি দেন। টুইটে লেখেন, “বাকরুদ্ধ করা এক মুহূর্ত। আমি জানি না এই পরিস্থিতি কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেল!!! আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রিড়াব্যক্তিত্বকে হারালাম!!! ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। RIP ওয়ার্নি!! তোমাকে মিস করব।” শেন ওয়ার্নের কথা এলে যেমন ব্রায়ান লারার নাম আসবে সেরকম সচিনের নামও আসবে। এই কিংবদন্তীদের মধ্যে লড়াই ছিল চোখে পড়ার মত। মাঠের মধ্যে এরা যেমন কাউকে একচুলও জমি ছাড়তেন না, তেমনি মাঠের বাইরে এরা ছিলেন বন্ধু। ২০২১ সালের ২৫ মে একটি পোস্ট করেছিলেন শেন ওয়ার্ন। যেখানে তাঁরসঙ্গে ছবিতে ছিলেন ব্রায়ান লারা ও সচিন তেন্ডুলকর। ১৯৯২ সালে ওয়ার্ন যখন টেস্ট অভিষেক করেন তাঁর অভিষেক ম্যাচে সচিন তেন্ডুলকর ১৪৮ করেছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ার্ন ও সচিন মুখোমুখি হয়েছেন মাত্র ২৯ বার। এরমধ্যে মাত্র ৪ বার সচিনকে আউট করতে পেরেছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারাকে ওয়ার্ন ২০টা টেস্ট আউট করেছেন। গড় ৫৫। ১৯৯২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন শেন ওয়ার্ন। ওডিআই, টেস্ট মিলিয়ে হাজারেরও বেশি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ১৪৫টা টেস্ট ম্যাচে তিনি ৭০৮টা উইকেট নিয়েছেন। ১৯৪টা ওডিআইতে তিনি নিয়েছেন ২৯৩টা উইকেট। IPL-এও তিনি খেলেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ ও ২০১১ সালে তিনি খেলেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসকে IPL জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল ওয়ার্নের। তিনি সেইসময় দলের অধিনায়ক ছিলেন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/T2vyoL1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads