গড়করিই স্পাইডারম্যান! 'আজব' তুলনা টানলেন BJP সাংসদ https://ift.tt/UqnErRs - MAS News bengali

গড়করিই স্পাইডারম্যান! 'আজব' তুলনা টানলেন BJP সাংসদ https://ift.tt/UqnErRs

আসলে ! কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এবার Superhero -র তুলনা টানলেন Arunachal Pradesh -এর BJP সাংসদ Tapir Gao। আরও পড়ুন: তাঁর দাবি, স্পাইডারম্যান যে গতিতে জাল ছড়ায়, ভারতে সেই গতিতে রাস্তা তৈরি করে চলেছেন গড়করি। ফলত তাঁকে 'পরিবহনের স্পাইডারম্যান' বলাই যায়, দাবি সাংসদের। আরও পড়ুন: লোকসভায় দাঁড়িয়ে Ministry Of Road Transport And Highways -এর কাছ থেকে টাকা চাওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন তিনি। আরও পড়ুন: অরুণাচল প্রদেশের এই সাংসদের কথায়, "আমি নীতিন গড়করির নতুন নামকরণ করেছি। তাঁর নয়া নাম স্পাইডারম্যান। মাকড়সা যেভাবে জাল বোনে, ঠিক একই কায়দায় তিনি ভারতের প্রতিটি কোনায় রাস্তা তৈরি করে চলেছেন।" আরও পড়ুন: তাঁর সংযোজন, "গড়করি হ্যায় তো মুমকিন হ্যায়।" যার আক্ষরিক অর্থ, গড়করি রয়েছেন মানেই সমস্যা মিটে যাবে। আরও পড়ুন: জানিয়েছেন, ভারতের বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকাতেও রাস্তা তৈরির কাজ চলছে এই মুহূর্তে। এতদিন ইন্দো-চিন সীমান্তে কোনও রাস্তা ছিল না। কিন্তু, সেই কাজও চলছে এখন। এ নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর দাবি মোদী সরকারের জমানায় দেশের উন্নয়ন চোখে পড়ছে। তিনি বলেন, "মোদী সরকার ক্ষমতায় আসার পরে চিনের সীমান্তের কাছে অনেক রাস্তা তৈরি হয়ে গিয়েছে। অরুণাচল প্রদেশের McMohan Line পর্যন্ত একটি টু লেন রোড তৈরি হচ্ছে। আমি আশা করছি, আমাদের স্পাইডারম্যান একই গতিতে দেশ জুড়ে আরও রাস্তা তৈরি করবেন।" শুধু BJP নেতারা নীতিন গড়করির কাজের প্রশংসা করেছেন, তা নয়। বরং কংগ্রেস সহ অন্য বিরোধী শিবিরের নেতারাও মন্ত্রীর প্রশংসা করেছেন সোমবার। তবে রাস্তা তৈরির পাশাপাশি তার দেখভাল করা এবং দুর্ঘটনা রোখার জন্য যাতে সরকার দ্রুত পদক্ষেপ নেয়, সেই আবেদনও করেছেন অনেকেই। বুধবার লোকসভায় 'Demands for Grants under the control of the Ministry of Road Transport and Highways for the year 2022-23' বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। যা সেদিন সম্পূর্ণ হয়নি। ফলত এদিন ফের ওই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সে সময়েই গড়করির প্রশংসায় পঞ্চমুখ হন Gao। তিনি দাবি করেছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে রাস্তা তৈরির কাজ শুরুর আগে ভালো করে পর্যবেক্ষণ করা হয়েছে। তাঁর কথায়, "Nitin Gadkari -র নির্দেশে একটি বিশেষ টিম সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিল। তারপরে কাজ শুরু হয়।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/OX5gTN2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads