"যুদ্ধ শেষে দেখা হবে প্রিয়", ভাইরাল 'বারুদচাপা' ইউক্রেনের ভালোবাসা https://ift.tt/7Pp8G2Z - MAS News bengali

"যুদ্ধ শেষে দেখা হবে প্রিয়", ভাইরাল 'বারুদচাপা' ইউক্রেনের ভালোবাসা https://ift.tt/7Pp8G2Z

এই সময় ডিজিটাল ডেস্ক: “হোয়েন উইল উই মিট? আ ইয়ার আফটার ওয়ার এন্ডস...”, বোমার শব্দে ঘুম ভেঙেছে কিয়েভের। বেতারে ভেসে আসছে একের পর এক ধবংসের খবর। কখনও শোনা যাচ্ছে, চেরনোবিলের দখল নিয়েছে মস্কো। কখনও আবার শোনা যাচ্ছে, ইউক্রেনের উপর দেড়শোটিরও বেশি মিসাইল ছুড়েছে রুশ সেনা। প্রাণে বাঁচতে রাজধানীর মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছে ইউক্রেনবাসী। মুঠোফোনে ভেসে আসছে যুদ্ধের () বীভৎসতার ছবি। সকলের চোখেমুখে আতঙ্কের ছায়া। তবে এর মধ্যেও সপ্রতিভ সেই ভালোবাসা। কথায় আছে, "লাভ অ্যান্ড ওয়ার অলওয়েজ গো টুগেদার...।" রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রেও ওই আপ্তবাক্যটি সত্যি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা কী? আসলে মস্কো (Moscow) এবং কিয়েভের মধ্যে লড়াইয়ের মাঝেই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, পরস্পরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এক দম্পতি। যুবতীর চোখে মুখে ভয়, উদ্বেগ, চিন্তা স্পষ্ট। তার চেয়েও বেশি স্পষ্ট সঙ্গীকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। ছবিতে যুবকের মুখ দেখা না গেলেও, যুবতীকে আগলে রাখার ধরন দেখে এটা স্পষ্ট যে ভালোবাসার মানুষটির প্রতি তাঁর টান এক ইঞ্চিও কম নয়। জানা গিয়েছে, এক সংবাদ সংস্থার তরফ থেকে তোলা হয়েছে ওই ছবিটি। তবে আদৌ সেটি কিয়েভের (Kyiv) কিনা তা স্পষ্ট নয়। যদিও নেটিজেনদের দাবি, ওটি ইউক্রেনের রাজধানীরই একটি মেট্রো স্টেশনের ছবি। ওই ছবির সঙ্গে প্যালেস্টাইনের কবি মাহমুদ দারউইশের (Mahmoud Darwish) একটি কবিতার চারটি লাইন সংযুক্ত করছেন অনেকে- “When will we meet? A year after the war ends. When will the war end? When we meet...।" যার আক্ষরিক অর্থ, “আমাদের দেখা কবে হবে? যেদিন যুদ্ধ শেষ হবে। যুদ্ধ কবে শেষ হবে? যেদিন আমাদের দেখা হবে।" আজও যে যুদ্ধের চেয়ে ভালোবাসার ওজন অনেক বেশি, সে কথা আবারও প্রমাণ করে দিল কিয়েভের (Kyiv) ভাইরাল হওয়া এই জুটি। আর সেই কারণেই ইউক্রেনের (Ukraine) সীমানা পেরিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এই দম্পতির ভালোবাসা। তাঁদের মৌনতাই যেন চিৎকার করে বলছে, “যুদ্ধ নয় শান্তি চাই।" নেটিজেনদের চোখে দেখুন নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি- রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ দুনিয়ার আরও খবর পেতে । প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/a92PgRy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads