রাশিয়া-ইউক্রেন সংঘাত: নাগরিকদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবে ভারত https://ift.tt/1qJBCSQ - MAS News bengali

রাশিয়া-ইউক্রেন সংঘাত: নাগরিকদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবে ভারত https://ift.tt/1qJBCSQ

এই সময় ডিজিটাল ডেস্ক: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার ইউক্রেনে UNSC -র আপৎকালীন বৈঠক সম্পন্ন। ওই বৈঠকে ভারতের তরফ থেকে জানানো হয়, নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এদিনের বৈঠকে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, "আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যা করণীয় সেটা করার দিকে জোর দেওয়ার পক্ষপাতী আমরা। কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার পক্ষে রয়েছি আমরা। তবে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব আমরা। বর্তমানে ইউক্রেনে ২০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে। তাঁরা ওই দেশে থেকে পড়াশোনা করে। ভারতীয় নাগরিকরা ভালো থাকুক, এটাই আমাদের কামনা।" তাঁর সংযোজন, "ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনা পৌঁছেছে। প্রতিমুহূর্তে চিন্তা বাড়ছে। এতে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।" সোমবারই ইউক্রেনের পাঁচ 'আততায়ী'কে খতম করে দিয়েছে রুশ সেনাবাহিনী! সংবাদ সংস্থা সূত্রে সামনে এসেছে ওই খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলা চালানোর উদ্দেশ্যেই ওই পাঁচজন সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকেছিল। সেখানেই তাদের নিকেশ করে রুশ সেনাবাহিনী। এদিকে, সীমান্তে যখন এভাবেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তখনই ইউক্রেনের মাথাব্যথা বাড়াল Donetsk People's Republic (DPR)। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী উপদ্রুত ডোনিয়াস্ক এলাকার নির্দিষ্ট কিছু গোষ্ঠী এই এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে। তারাই এর নামকরণ করেছে DPR। ওই এলাকাতেই এবার বন্ধ করে দেওয়া হল জল সরবরাহ। একইসঙ্গে, স্বঘোষিত প্রশাসনের মাথারা গোটা এলাকায় জরুরি অবস্থা (Emergency) জারি করেছেন! তাঁদের বক্তব্য, সীমান্তে যেভাবে লাগাতার গোলা-বারুদ চলছে, তাতে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। সেই কারণেই এই পদক্ষেপ করেছেন তারা। মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইউক্রেনের দিক থেকে রুশ সীমান্ত লক্ষ্য করে গোলা-বারুদ ছোড়া হচ্ছে! আর সেই 'হামলা'য় রাশিয়ার Federal Security Service (FSB)-এর সীমান্তবর্তী পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমী মিত্রশক্তির দৃষ্টি আকর্ষণ করেছে পুতিন প্রশাসন। ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, রাশিয়ার এই দাবি সত্যি হলে, তা হবে যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার ইউক্রেনের মরিয়া চেষ্টা। সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সূত্রে এদিন এই খবর প্রকাশ্যে আনা হয়েছে। দুনিয়ার বিভিন্ন জেলার খবর পেতে । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/UqA5uDC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads