ডেল্টার থেকে তিনগুণ বেশি দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে Omicron! https://ift.tt/3qjvt2g - MAS News bengali

ডেল্টার থেকে তিনগুণ বেশি দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে Omicron! https://ift.tt/3qjvt2g

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রমশ কমছে কোভিড সংক্রমণের সংখ্যা। কিন্তু, একই সঙ্গে ঝড়ের গতিতে ছড়াচ্ছে Omicron। Delta-র তুলনায় তার সংক্রামক ক্ষমতা প্রায় তিনগুণ। এই মুহূর্তে ভারতে সংক্রমিতের সংখ্যা ২০০। ফলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে কেন্দ্র সরকার। রাজ্যগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। একে বারে নেমে গিয়ে কোভিড গ্রাফ ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওমিক্রনের হাত ধরে দেশে আসতে পারে কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ। তাই, মঙ্গলবার, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ পরামর্শ দিয়েছেন প্রতিটি রাজ্যে ওয়ার রুম খোলার বিষয়ে। বলা হয়েছে যত কমই হোক Omicron সংক্রমণের দিকে সতর্ক নজর রাখতে হবে। এ জন্য জেলা এবং ব্লক স্তরে অতি সক্রিয়তার প্রয়োজন রয়েছে। রাজেশ ভূষণ বলেন, ‘সাম্প্রতিক বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে VoC (Variant of Concern) বা ওমিক্রনকে তিনগুণ সংক্রামক বলে মনে করা হচ্ছে, ডেল্টার তুলনায়। এই মুহূর্তে দেশে ডেল্টা ভাইরাসের অস্তিত্বও রয়েছে। পাশাপাশি ছড়াচ্ছে ওমিক্রন। সংক্রমণ রুখতে এই সময় জেলা স্তরে কন্টেনমেন্ট জোন তৈরি করা প্রয়োজন। সিদ্ধান্তও নিতে হবে স্থানীয় ভাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।’ কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সম্পূর্ণ নজরদারির উপর জোর দিতে বলা হয়েছে। বাড়াতে হবে কোভিড পরীক্ষার হারও। খুঁজে বের করতে হবে রোগী। প্রয়োজনে এলাকা কন্টেনমেন্ট করতে হবে। পাশাপাশি চালিয়ে যেতে হবে টিকাকরণের কাজ। সরকারি হিসেব বলছে এই মুহূর্তে ভারতে Omicron আক্রান্তের সংখ্যা ২০০। তার মধ্যে ৫৪ জন করে আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্র ও দিল্লিতে। তেলঙ্গানায় ২০, কর্নাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাতে ১৪ জন Omicron সংক্রমিতের সন্ধান মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এ দিন নৈশ কার্ফুর পক্ষে মত পোষণ করেন। পাশাপাশি, তিনি জানান এই মুহূর্তে রাজ্যগুলির সামাজিক জমায়েত করতে দেওয়া উচিত নয়। বিয়ে বা শেষকৃত্যের মতো সামাজিক অনুষ্ঠানে ফের রাশ টানা দরকার। গণ পরিবহণের ক্ষেত্রেও যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণের পক্ষপাতী কেন্দ্র। সেই সঙ্গে নানা সরকারি বা বেসরকারি অফিসে কর্মী সংখ্যা কম করার কথাও ভাবা হচ্ছে বলে তিনি জানান। রাজেশ ভূষণ বলেন, ‘কন্টেইনমেন্ট জোন করার ক্ষেত্রে বাফার জোন রাখাও প্রয়োজন। সে সব ক্ষেত্রে কড়া বিধি নিষেধ জারি রাখতে হবে। এ সব ক্লাস্টার থেকে মানুষের লালারসের নমুনা সংগ্রহ করে বাধ্যতা মূলক ভাবে সময়নষ্ট না করে INSACOG গবেষণাগারে জিনোম সিকোয়োন্সিংয়ের জন্য পাঠাতে হবে। হঠাৎ বেড়ে যাওয়া সংক্রমণের বিষয়ে নজর রেখে রাজ্যগুলিকে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার দিকে নজর রাখতেও বলা হয়েছে। হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ, ওষুধের জোগান ইত্যাদি বিষয়ে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপরেও। মঙ্গলবার ভারতে নতুন করে ৫৩২৬ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। পরিসংখ্যান বলছে গত ৫৮১ দিনে এটি সর্বনিম্ন। গত ৫৪ দিন ধরে দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। এই মুহূর্তে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৭৯,০৯৭। যা মোট সংক্রমণের ০.২৩ শতাংশ—২০২০ সালের মার্চ মাসে ভারতে প্রথম কোভিড দেখা দেওয়ার পর থেকেই এটিই সর্বনিম্ন। অর্থাৎ ওই সময় পর্যায়ে ভারতে কোভিড সুস্থতার হার এই মুহূর্তে সর্বাধিক— প্রায় ৯৮.৪ শতাংশ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/33OIxFr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads