Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3e9a4mQ
দলাই লামার সঙ্গে সাক্ষাৎ মোহন ভাগবতের https://ift.tt/327IunO
এই সময় ডিজিটাল ডেস্ক: ধরমশালায় দলাই লামার () সঙ্গে দেখা করলেন (Mohan Bhagwat)। চিনের আগ্রাসন থেকে তিব্বতকে সুরক্ষিত রাখতে ভারত সর্বদাই পাশে রয়েছে। ধরমশালায় তিব্বতি ধর্মগুরুর সঙ্গে সাক্ষাতে এমনই আশ্বাস দিয়েছেন RSS প্রধান। সোমবার ধরমশালার ম্যাকলিয়ডগঞ্জে নোবেলজয়ী তিব্বতি ধর্মগুরুর বাড়িতে বৈঠক হয়। প্রায় ঘণ্টা খানেক কথাবার্তা হয় দু'জনের। উল্লেখ্য, দলাই লামার সঙ্গে বৈঠকের পর তিব্বত সরকারের নির্বাসিত প্রেসিডেন্ট ও মুখপাত্রের সঙ্গেও সাক্ষাৎ করেন মোহন ভাগবত। নির্বাসিত প্রেসিডেন্ট পেনপা শেরিং সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'চলতি মাসের ১৫ তারিখ থেকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন দলাই লামা। এদিন RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে তিনি দেখা করেছেন। সঙ্ঘ প্রধান জানিয়েছেন, ধরমশালায় যখন তিনি এসেছেন তখন দলাই লামার সঙ্গে দেখা করাটা স্বাভাবিক। অপরপক্ষে দলাই লামাও মোহন ভাগবতের মতো জননেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে আপ্লুত।' শেরিং আরও বলেন, 'এই সাক্ষাতের মাধ্যমে ভারত সরকারকে ধন্যবাদ জানানোর সুযোগ পেলেন অসংখ্য তিব্বতি মানুষ। আমি বৈঠকে না থাকলেও অনুমান করতে পারছি ওঁদের মধ্যে পারস্পারিক শান্তি ও সৌহর্দ্য বিনিময় হয়েছে।' ভারত সরকার তিব্বতি মানুষের পাশে থাকায় ভাগবতকে ধন্যবাদ জানান শেরিং। তাঁর পাশাপাশি তিব্বত সরকারের নির্বাসিত মুখপাত্র সোনাম তেম্ফেলের সঙ্গেও সাক্ষাৎ করেন সঙ্ঘ প্রধান। ধরমশালা সফরে গিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত। গত শনিবার সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিন ভাগবত। বক্তব্যের মাঝে তিনি বলেন, '৪০ হাজার বছর ধরে প্রত্যেক ভারতীয়র শরীরে রয়েছে একই DNA।' তাঁর এই বক্তব্যের আঁচ এসে পড়ে রাজধানীতেও। ভাগবতের বক্তব্য খণ্ডন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, 'প্রকৃত হিন্দুরা মনে করেন প্রত্যেক ভারতীয়র DNS আলাদা। হিন্দুত্ববাদীরা মনে করেন সব ভারতীয়র DNA এক।' এর আগে সঙ্ঘ পরিবার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য শোরগোল পড়ে গিয়েছিল। জয়পুরের একটি সমাবেশ থেকে তিনি বলেছিলেন, 'এক সময় দেশটা হিন্দুদের ছিল। হিন্দুত্ববাদীদের নয়। আজ ভারতের রাজনীতিতে দু’টি শব্দের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। একটি হিন্দু, অন্যটি হিন্দুত্ব। আমি একজন হিন্দু। কিন্তু, আমি হিন্দুত্ববাদী নই। আসলে পার্থক্যটা হল এই যে একজন হিন্দু সত্যের খোঁজ করেন। তিনি সত্যাগ্রহী। আর হিন্দুত্ববাদীরা শুধু ক্ষমতার বিষয়ে আগ্রহী, ক্ষমতার সন্ধান করে থাকেন। তাঁরা সত্যাগ্রহী।'
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3e9a4mQ
Previous article
Next article
Leave Comments
Post a Comment