এক সপ্তাহে ১১ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ! https://ift.tt/3z51Q97 - MAS News bengali

এক সপ্তাহে ১১ শতাংশ বাড়ল কোভিড সংক্রমণ! https://ift.tt/3z51Q97

এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরেও স্বস্তি নেই। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে আশঙ্কার কথা শোনাল ()। গত এক সপ্তাহে বিশ্বে ১১ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, জানাচ্ছে WHO। সেক্ষেত্রে ওমিক্রনের জেরেই ফের গোটা বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রন, প্রাথমিক অনুমান বিশেষজ্ঞ মহলের। WHO জানিয়েছে, বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার নেপথ্যে অন্যতম কারণ করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট। এখানেই শেষ নয়, যে দেশগুলিতে এতদিন পর্যন্ত দাপট দেখাচ্ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট সেখানে এই নতুন ভ্যারিয়্যান্ট দাপট দেখাচ্ছে। এই ভ্যারিয়্যান্ট থেকে সামগ্রিক ঝুঁকি অনেক বেশি। WHO-এর তরফে জানানো হয়েছে, 'যে তথ্যগুলি সামনে আসছে তা থেকে স্পষ্ট যে ডেল্টার থেকে তুলনায় অনেক বেশি সংক্রামক। ওমিক্রনের ক্ষেত্রে মাত্র দুই তিনদিনেই সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন এবং আমেরিকাতে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে।' কেন বৃদ্ধি পাচ্ছে ওমিক্রন? এর কারণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, 'এই ভ্যারিয়্যান্টের সংক্রামক ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেওয়ার কারণেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।' তবে আশঙ্কার মধ্যে আশার আলো, দক্ষিণ আফ্রিকায় ২৯ শতাংশ কমেছে করোনা সংক্রমণ। উল্লেখ্য, সংশ্লিষ্ট দেশে সর্বপ্রথম ওমিক্রন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছিল। এই মুহূর্তে মাথাপিছু সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ডেনমার্ক। তবে ডেল্টার থেকে ওমিক্রন আক্রান্তদের দেহে অনেক কম উপসর্গ দেখা গিয়েছে। ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেক কম। তবে ওমিক্রনের উপসর্গ এবং এই ভ্যারিয়্যান্ট কতটা মারাত্মক হতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি ওমিক্রনের চিকিৎসা ব্যবহার করেও বিশেষ লাভ হচ্ছে না। উল্লেখ্য, ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। ওমিক্রন সংক্রমণের নিরিখে দেশের শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদিকে দেশের করোনা গ্রাফও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজা র ১৯৫ জন। দেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3pClE0u
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads