Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eu0riS
পশ্চিমবঙ্গ থেকে বিহার, দিল্লি টু উত্তরপ্রদেশ- কোন রাজ্যে পেট্রল কত? https://ift.tt/3pA5wMG
এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা লেগে রয়েছে। তবে এরই মধ্যে দেশে জ্বালানির দর পুরোপুরি স্থির। ভারতীয় তেল কোম্পানিগুলি বুধবার পেট্রল-ডিজেলের দাম প্রকাশ করেছে। 29 ডিসেম্বর সারা দেশে পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। গত 3 নভেম্বর কেন্দ্র পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমিয়েছিল। তখন থেকেই পেট্রল-ডিজেলের দাম রয়েছে স্থির। শুল্ক ছাড়ের পরেও বিহার, রাজস্থান সহ অনেক রাজ্যে এখনও পেট্রল লিটার প্রতি 100 টাকায় বিক্রি হচ্ছে। এই দাম সাধারণ মানুষের সাধ্যের সীমা থেকে যথেষ্ট বেশি। বিভিন্ন রাজ্যে VAT-এর তারতম্যের কারণে বিভিন্ন শহরে পেট্রল-ডিজেলের দাম আলাদা আলাদা হয়। আগেই দেখে নেওয়া যাক, দেশের মেট্রো শহরগুলিতে পেট্রল-ডিজেলের দাম কত রয়েছে। কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Kolkata) তিলোত্তমা নগরীতে রয়েছে 104.67 টাকা। পাশাপাশি প্রতি লিটার রয়েছে 89 টাকা 79 পয়সা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Delhi) দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 95.41 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 86.67 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Chennai) চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম 101.40 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 91.45 টাকা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Mumbai) মুম্বই শহরে লিটার প্রতি পেট্রলের দাম 109.98 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 94.14 টাকা। দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশের প্রধান শহরগুলিতে পেট্রলের দাম-
- আগ্রায় প্রতি লিটার পেট্রলের দাম - 95.05 টাকা, প্রতি লিটার ডিজেলের দাম - 86.56 টাকা।
- গোরক্ষপুরে প্রতি লিটার পেট্রলের দাম -95.69 টাকা, প্রতি লিটার ডিজেলের দাম - 87.20 টাকা
- গাজিয়াবাদে প্রতি লিটার পেট্রলের দাম - 95.29 টাকা, প্রতি লিটার ডিজেলের দাম - 86.80 টাকা।
- পাটনাতে প্রতি লিটার পেট্রলের দাম -105.92 টাকা, প্রতি লিটার ডিজেলের দাম - 91.09 টাকা।
- মুজফফরপুরে প্রতি লিটার পেট্রলের দাম - 106.72 টাকা, প্রতি লিটার ডিজেলের দাম - 91.83
শহরের নাম | পেট্রল | ডিজেল |
ব্যাঙ্গালোর | 100.58 | 85.01 |
রাঁচি | 98.52 | 91.56 |
নয়ডা | 95.51 | 87.01 |
পোর্ট ব্লেয়ার | 82.96 | 77.13 |
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eu0riS
Previous article
Next article
Leave Comments
Post a Comment