স্থিতিশীল সৌরভ, আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে https://ift.tt/3qvRivQ - MAS News bengali

স্থিতিশীল সৌরভ, আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে https://ift.tt/3qvRivQ

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখনই তাঁর হাসপাতাল থেকে ছুটির সম্ভাবনা ক্ষীণ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানালেন হাসপাতালের চিকিৎসকরা। যদিও তিনি ওমিক্রন-এ সংক্রমিত কিনা তা এখনও স্পষ্ট নয়। ফলে মহারাজের সুস্থতা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকেরা। বুধবারই তিন চিকিৎসক ও দুই পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে আলোচনায় বসতে চলেছেন। ঠিক কেমন আছেন মহারাজ? হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওষুধ ছাড়াই ঘুমিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন করে তাঁর আর জ্বর আসেনি। স্বাভাবিক খাবারও খাচ্ছেন। কথাও বলছেন। তবে বুকে এখনও সর্দি রয়েছে। ডক্সিসাইক্লিন ওষুধ দেওয়া হয়েছে। সঙ্গে ভিটামিন- C এবং জিঙ্ক ট্যাবলেট দেওয়া হয়েছে। মাঝে-মধ্যে স্টিমও দেওয়া হচ্ছে। তবে কাশি নেই। সেজন্য আপাতত তাঁর CT স্ক্যান করা হচ্ছে না। তবে সাম্প্রতিককালে দেশ ও বিদেশের বহু শহরে গিয়েছিলেন সৌরভ। ফলে তাঁর শরীরে আদৌ ওমিক্রন থাবা বসিয়েছে কিনা তা নিয়ে সংশয়ে চিকিৎসকরা। এই বিষয়ে নিশ্চিত হতে ইতিমধ্যে তাঁর নমুনা জেনম সিকোয়েন্সের জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট বৃহস্পতিবার বিকালের পরে আসবে। ফলে তার আগে হাসপাতাল থেকে মহারাজের ছুটি হবে কিনা তা নিশ্চিত নয়। এদিন সৌরভের স্বাস্থ্য নিয়ে তাঁর বাড়ির লোকের সঙ্গে আলোচনায় বসবেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা তিন চিকিৎসক ও দুই বিশিষ্ট পরামর্শদাতা। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেই আলোচনা বিকেলের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এদিন মহারাজ হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না বলেই হাসপাতাল সূত্রের খবর। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পারিবারিক চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি করোনা পরীক্ষা করান। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর আর ঝুঁকি নিতে চাননি তাঁর চিকিৎসক। কেননা, চলতি বছরের গোড়াতেই সৌরভের হার্টে স্ট্রেন্ট বসেছে। তাই ঝুঁকি এড়াতে সোমবার রাতেই সৌরভকে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়। পাশাপাশি সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়। সেই দলে রয়েছেন ডা. সরোজ মণ্ডল, ডা. সপ্তর্ষি বসু ও ডা. সৌপ্তিক পণ্ডা। এছাড়া হার্টে স্ট্রেন্ট থাকায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ও আফতাব খানেরও পরামর্শ নেওয়া হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3mEWTPl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads