Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qkhbyr
করোনায় আক্রান্ত আবাসিক স্কুলের ২৯ জন পড়ুয়া https://ift.tt/3yZF828
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এবার রাজ্যের একটি আবাসিক স্কুলে ২৯ জন পড়ুয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার কল্যাণীর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের। জানা গিয়েছে,১৬ নভেম্বর খোলে এই আবাসিক স্কুলটি। এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকজন পড়ুয়ার শরীরে জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ দেখা যায়। সেই সময়ই তাঁদের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সোমবার স্কুলের ২১৫ জন ছাত্রছাত্রীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, ২৯ জনের দেহে ধরা পড়েছে করোনাভাইরাস। কিন্তু, কীভাবে সংক্রমিত হলেন পড়ুয়ারা? সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ জানিয়েছেন, স্কুল খোলার পর ৭ ডিসেম্বর ছাত্র-ছাত্রীদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে অভিভাবকরা নিজেদের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এর সাত দিনের মধ্যেই স্কুলের দুই পড়ুয়ার মধ্যে জ্বর, সর্দির মতো করোনার বেশ কিছু উপসর্গ দেখা যায়। তবে কোনও অভিভাবকের থেকেই করোনা ছড়িয়েছে, এই বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও জানান তিনি। মৌসুমীদেবী আরও বলেন, ‘করোনা আক্রান্ত পড়ুয়াদের মধ্যে তিন জন ছাড়া প্রত্যেকেই উপসর্গহীন। আক্রান্ত পড়ুয়াদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্কুলের প্রতিটি স্টাফ, পড়ুয়ার আরটি পিসিআর করোনা পরীক্ষা করা হয়েছে।’ সেক্ষেত্রে কি স্কুল বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্কুল খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে, এই সিদ্ধান্ত আমার হাতে নেই। বুধবারও ক্লাস হয়েছে। সামগ্রিক পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে তা জানানো হবে।' উল্লেখ্য, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পুজোর পর রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই স্কুল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেও করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক, জানিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এরপর বেশ সপ্তাহ ক্লাস চলছে। বিক্ষিপ্তভাবে পড়ুয়া এবং শিক্ষকদের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলেও কোনওক্ষেত্রেই কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়েনি। নদিয়ার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qkhbyr
Previous article
Next article
Leave Comments
Post a Comment