বড়দিনে থাকবে না শীতের আমেজ, আরও বাড়বে তাপমাত্রা https://ift.tt/3eeZpHo - MAS News bengali

বড়দিনে থাকবে না শীতের আমেজ, আরও বাড়বে তাপমাত্রা https://ift.tt/3eeZpHo

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তুরে হওয়ার দাপটে কয়েকদিন ঝোড়ো ইনিংস খেলছিল শীত। তবে বড়দিনের আগেই আউট। পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হয়ে আপাতত কয়েকদিন ‛শীতঘুমে’ গেল শীত। বুধবার থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রা। গত সপ্তাহ থেকে টানা পারদ পতনের পর একলাফে ১৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পারদ। ফলে কিছুটা হলেও শীতের ছন্দপতন ঘটেছে তা বলাই বাহুল্য। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। নতুন বছরে কি 'কামব্যাক' করবে শীত? নতুন বছরের শুরুতেও কি আদৌ জাঁকিয়ে শীত অনুভব করতে পারবে রাজ্যবাসী? এখনই নেতিবাচক ভাবতে নারাজ আবহাওয়াবিদরা। তাদের কথায় পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের উত্তুরে হওয়া বিনা বাধায় ঢুকবে রাজ্যে। তখন আবার পারদ পতন জারি থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তুরে হাওয়ার উপর ভর করে ফের রাজ্যে পড়বে শীত। এদিকে আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন অনেকেই। করোনা পরিস্থিতিতে যা চিন্তা বাড়াচ্ছে। তবে এই নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ শীতপ্রেমীরা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qkFwEn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads