প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক হয়নি: কেন্দ্র https://ift.tt/3plKHon - MAS News bengali

প্রিয়াঙ্কার সন্তানদের ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক হয়নি: কেন্দ্র https://ift.tt/3plKHon

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধীর () অভিযোগ সঠিক নয়। তাঁর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়নি। উচ্চস্তরের তদন্তের পর বুধবার এমনটাই জানাল কেন্দ্র। একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ভঢরার দুই সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলিতে কোনওরকম অসঙ্গতি ধরা পড়েনি। তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। ফলে কেন্দ্র যে কংগ্রেস নেত্রীর অভিযোগ রাতারাতি খারিজ করে দিল, তা বালই বাহুল্য। প্রিয়াঙ্কার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে তাঁর দুই সন্তানের ( ) হ্যাক করার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ভঢরা (Priyanka Gandhi Vadra)। বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, 'আমাদের উপর নজর রাখার কথা তো ছাড়ুন, সরকার আমার সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করছে। সোশ্য়াল মিডিয়ায় তাদের কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। সরকারের কি আর কোনও কাজ নেই!' তাঁর এই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চস্তরের তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। জানা গিয়েছে, অ্যান্টি সাইবার ইউনিট গোটা বিষয়টির তদন্ত করেছে। স্বতঃপ্রণোদিতভাবেই এই বিষয়টির তদন্ত চালায় সরকার। যদিও প্রিয়াঙ্কা গান্ধীর তরফে এই নিয়ে কোনও অফিশিয়াল অভিযোগ দায়ের করা হয়নি। উল্লেখ্য, প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তান রয়েছে। ১৮ বছর বয়সী মিরায়া ভঢরা এবং ২০ বছরের রাইহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা। যদিও তেমনভাবে সন্তানদের পাবলিক ফোরামে দেখা যায়নি। প্রসঙ্গত, ফোন ট্যাপিং এবং পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে নজরদারি নিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী। উত্তরপ্রদেশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। নানা ইস্যু তুলেBJP-কে পর্যদুস্ত করার চেষ্টা করছে কংগ্রেস। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। নানা ইস্যু তুলেBJP-কে পর্যদুস্ত করার চেষ্টা করছে কংগ্রেস।প্রয়াগরাজে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর যোগদান নিয়েও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘‌গত পাঁচ বছরে এই কাজ করেননি কেন?‌ নির্বাচনের আগেই করতে হল!‌ আসলে এখন উত্তরপ্রদেশের নারীরা জেগে উঠেছে।’‌ তাঁর আরও সংযোজন, 'আমি উত্তরপ্রদেশের মহিলাদের কী বলেছিলাম? বলেছিলাম, আপনার নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিন। তাঁরা সেটা করেছেন বলেই, এখন এমনকী প্রধানমন্ত্রী মোদীও তাঁদের সামনে হাঁটু গেড়ে বসছেন। আজ তারা মহিলাদের জন্য নতুন স্কিম চালু করছেন।'


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3sq03dm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads