বাজারে সেঞ্চুরি হাঁকাল ভেন্ডি! চাপ বাড়ল সাধারণের পকেটে https://ift.tt/3suipKk - MAS News bengali

বাজারে সেঞ্চুরি হাঁকাল ভেন্ডি! চাপ বাড়ল সাধারণের পকেটে https://ift.tt/3suipKk

এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে একদিকে যেমন একাধিক সবজি সস্তা। তেমনই কিছু সবজির দরে চাপ বাড়ছে সাধারণ মানুষের ট্যাঁকে। টমেটো, আলুর দাম এখন কমে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, কিন্তু ভেন্ডি, পেঁয়াজকলির দরে মাথায় হাত পড়েছে। দুই সবজির জোড়া সেঞ্চুরিতে মানিব্যাগে ত্রাহিমাম অবস্থা। তবে অন্যদিকে পেঁপে, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপির মতো সবজি রয়েছে বেশ সস্তা। উল্লেখ্য, পাইকারি বাজারের দামের উপরেই সবজির দাম অনেকাংশে নির্ভর করে। কারণ খুচরো বিক্রেতারা এই পাইকারি বাজার থেকে সবজি কিনেই তা বাজারে বিক্রি করেন। দেখে নেওয়া যাক, কী বলছেন বাজারদর। দেখে নেওয়া যাক আজকের পাইকারি ও খুচরো বাজারের দামের আপডেট- বুধবারের পাইকারি বাজার দর টমেটো - 25 থেকে 30 টাকা কেজি ফুলকপি - 10 টাকা থেকে 15 টাকা প্রতি পিস বাঁধাকপি - 16 টাকা থেকে 22 টাকা প্রতি কেজি আলু - 17 টাকা কেজি বেগুন - 35 টাকা থেকে 40 টাকা কেজি পটল - 50 টাকা থেকে 60 টাকা কেজি পালং শাক - 5 টাকা আঁটি বৃহস্পতিবারের খুচরো বাজারে সবজির দাম আলু - 18 থেকে 19 টাকা কেজি পটল - 80 টাকা প্রতি কেজি পেঁয়াজকলি - 100 টাকা কেজি ভেন্ডি - 120 টাকা প্রতি কেজি ফুলকপি - 15 থেকে 20 টাকা পিস বাঁধাকপি - 30 টাকা প্রতি কেজি পেঁপে - 30 টাকা প্রতি কেজি পালং শাক - 8 টাকা আঁটি বৃহস্পতিবারের খুচরো বাজারে মাছের দাম কাতলা মাছ - 400 টাকা থেকে 500 টাকা কেজি তেলাপিয়া - 200 টাকা কেজি রুই মাছ - 170 টাকা থেকে 180 টাকা প্রতি কেজি বৃহস্পতিবারে মাংসের দাম চিকেন - 170 থেকে 190 টাকা কেজি গোটা মুরগি - 125 টাকা থেকে 135 টাকা কেজি মটন - 650 থেকে 690 টাকা প্রতি কেজি বাজারে কয়েকদিন আগে পর্যন্ত 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছিল টমেটো। এখন সেই দামই এসে পৌঁছেছে 40-50 টাকা কেজি দরে। অর্থাৎ দাম কমেছে হাফেরও বেশি। টমেটোর দাম কমতে একদিকে যেমন সাধারণ মানুষের স্বস্তি এসেছে। তেমনই বৃদ্ধিতে চিন্তায় সাধারণ মানুষজন।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3Fpft5l
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads