Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eBCarj
ক্রিসমাস ইভে উধাও শীত, নতুন বছরেও বাড়বে তাপমাত্রা https://ift.tt/3H3NTuA
এই সময় ডিজিটাল ডেস্ক: স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং করে শীত এখন আউট। ক্রিসমাসের আগেই শহরের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেল। তবে কি এবার বর্ষবরণেও জাঁকিয়ে শীত অধরাই থাকবে? শীতপ্রেমীদের আশঙ্কাই যেন সত্যি হতে চলেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ২০২২ সালের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বই কমবে না। ফলে নববর্ষেও শীত থাকবে 'শীতঘুমেই'। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবারের পর রবিবার। পর পর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে লাইনে। এর জেরেই বাধাপ্রাপ্ত হয়ে আপাতত কয়েকদিন কনকনে ঠাণ্ডা উধাও। উত্তর-পশ্চিম ভারতে থাকা এই দুই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন হবে। আটকে যাবে অবাধ উত্তুরে হাওয়া। এ ছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। দার্জিলিঙে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বড়দিনের আগেই দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু এলাকাতেও। বুধবার থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রা। গত সপ্তাহ থেকে টানা পারদ পতনের পর একলাফে ১৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পারদ। ফলে কিছুটা হলেও শীতের ছন্দপতন ঘটেছে তা বলাই বাহুল্য। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবারর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। বড়দিনে শীত অধরা বড়দিনের আগেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। চলতি মরশুমে বহু প্রতীক্ষার পর অবশেষে দেখা পাওয়া গিয়েছিল শীতের। উত্তুরে হাওয়ার সৌজন্যে দাপুটে ইনিংস খেলছিল শীত। রোজই একটু একটু করে নামছিল তাপমাত্রার পারদ। কিন্তু, আচমকাই ছন্দপতন। শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাড়ছে রাতের তাপমাত্রা। ফলে আগামী কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবে না শহরবাসী। ২৫ ডিসেম্বরও তাপমাত্রা বাড়বে কলকাতায়। ফেস্টিভ সিজনে শীতের ছন্দপতনে মন খারাপ উৎসবপ্রিয় বাঙালির। বড়দিনে চিড়িয়াখানা, ইকো পার্কে কনকনে ঠাণ্ডায় ঘোরার প্ল্যানে কিছুটা হলেও ছেঁদ পড়ল তাদের। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় ওডিশায় শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। তবে পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে সোমবার। আগামী তিন-চার দিন ঘন কুয়াশা হতে পারে পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে। বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3eBCarj
Previous article
Next article
Leave Comments
Post a Comment