Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/310Qkis
হাফ-সেঞ্চুরির দিনেও অপরিবর্তিত পেট্রলের দাম! জানুন কলকাতায় কত? https://ift.tt/3yWD62H
এই সময় ডিজিটাল ডেস্ক: একটানা 50 দিন কলকাতা শহরে অপরিবর্তিত রইল জ্বালানির দাম। একই সঙ্গে সমপরিমাণ দিন অপরিবর্তিত রইল ডিজেলেরও দাম। কলকাতা শহরে পেট্রল-ডিজেলের এমন স্থির দাম শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না কেউই। নভেম্বরের শুরুতে দেশে পেট্রল-ডিজেলের দাম ছিল আকাশ ছোঁয়া। দীপাবলির আগে কমাতে শুল্ক কমিয়েছিল কেন্দ্র। ফলে যথাক্রমে 12 টাকা ও 6 টাকা সস্তা হয় ডিজেল ও পেট্রল। এখন পর্যন্ত কলকাতায় সেই দামই বজায় রয়েছে। তবে, অন্য বড় শহরগুলিতে সেই রাজ্যগুলি VAT (Value Added Tax) কমানোয় সস্তা হয়েছে জ্বালানি। একনজরে দেখে নেওয়া যাক আজ দেশের কোন মেট্রো শহরে কত দাম পেট্রল-ডিজেলের ( Petrol-Diesel Price India) কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Kolkata) গত 49 দিনের মতোই আজ 50-তম দিনেও কলকাতায় পেট্রল-ডিজেলের দাম রয়েছে স্থির। এমন রেকর্ডের সাক্ষী আগে কখনও থাকেনি কলকাতা। তিলোত্তমা নগরীতে লিটার প্রতি 104.67 টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে 89 টাকা 79 পয়সা দরে। একটানা পঞ্চাশদিন ধরে স্থির দাম। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Delhi) রাজধানী শহর দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 95.41 টাকা। যা কিনা অন্য শহরের তুলনায় বেশ অনেকটাই কম। রয়েছে 86.67 টাকা প্রতি লিটার। সম্প্রতি কিছুদিন আগে, পেট্রলের উপর থেকে 8 টাকা শুল্ক কমিয়েছিল দিল্লি। ফলে কলকাতার তুলনায় দিল্লিতে অনেকটা সস্তা পেট্রল। তবে ডিজেলের দাম রয়েছে প্রায় একই। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে অগ্নিমূল্য পেট্রল। মেট্রো শহরগুলির মধ্যে এই শহরেই পেট্রলের দাম সবচেয়ে বেশি। লিটার প্রতি পেট্রলের দাম 109.98 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 94.14 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Chennai) পেট্রলের দাম সেঞ্চুরির উপরে চেন্নাইতেও। চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে 101.40 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 91.45 টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, কেন দেশে জ্বালানির দাম কমছে না, সেই হিসেব মেলাতে পারছেন না অনেকেই।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/310Qkis
Previous article
Next article
Leave Comments
Post a Comment