Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32zCwvq
‘কলকাতায় আমাদের সংগঠন দুর্বল, আশা ছিল না', স্বীকারোক্তি দিলীপের https://ift.tt/3HawG2I
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা নিয়ে তেমন কোনও আশা ছিল লা। স্পষ্ট স্বীকারোক্তি BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ()। শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে হাঁটতে তিনি নিয়ম মাফিক হাঁটতে বেরিয়েছিলেন। সেখানেই কলকাতা পুরভোটে BJP-র ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কলকাতায় আমাদের সংগঠন দুর্বল। কলকাতা নিয়ে আমাদের খুব বেশি আশাও ছিল না। বাকি পুরসভাগুলি দেখুন। ফল একেবারে অন্যরকম হবে।’ মঙ্গলবারই ঘোষণা হয়েছে কলকাতা পুরসভা ভোটের ফলাফল। ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪টি আসন পেয়েছে শাসক তৃণমূল। BJP-র ঝুলিতে গিয়েছে তিনটি আসন। নির্দল পেয়েছে ৩টি আসন। বাম-কংগ্রেস ২টি করে আসন পেয়েছে। ফলাফলেই স্পষ্ট হয়েছে, ছোট লালবাড়ি এবার বিরোধী শূন্য হতে চলেছে। কারণ বিরোধীদের সম্মিলিত আসন ন্যূনতম ১৪ থেকেও কম। প্রাপ্ত ভোটের পরিসংখ্যানে BJP-কে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তৃণমূল একাই পেয়েছে ৭২ শতাংশ ভোট। বামেরা ১২ শতাংশ এবং কংগ্রেস ৪ শতাংশ ভোট পেয়েছে। BJP-র ভোটের হার নেমেছে ৯ শতাংশে। এ বিষয়ে প্রশ্ন উঠতেই বলেন, ‘BJP বিধানসভা ভোটে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ বাংলার মানুষ BJP-কে স্বীকৃতি দিয়েছে। আর দেখেছেন তো, পুরসভায় ভোটদানের হার বিধানসভার থেকে বেশি। এটা আজগুবি ব্যাপার। পুরোটাই সাজানো। তৃণমূলের ষড়যন্ত্রেই CPIM-কে তুলে আনার চেষ্টা হয়েছে।’ দিলীপ দাবি করেন, কলকাতার পর হাওড়া এবং বিধাননগর পুরসভাতেও এ ভাবেই ভোট করানোর ছক কষে রেখেছে তৃণমূল। তার মানে কি ওই দুই পুরসভাতেও ভরাডুবির আশঙ্কা করছে BJP? দিলীপ বলেন, ‘১১১টা পুরসভায় কলকাতার মতো ভোট হবে, এটা ভাববেন না। কলকাতায় আমাদের সংগঠন দুর্বল। জেলায় এ রকম হবে না। শুধু উত্তরবঙ্গ নয়। অনেক জায়গাতেই অন্যরকম ভোট হবে। কলকাতা নিয়ে আমাদের বিশাল কিছু আশা ছিল না। লোকসভা, বিধানসভা কোথাও BJP-র কলকাতার ফল ভাল নয়। তা বলে জেলাতেও একই জিনিস হবে, এ রকম মনে করবেন না। সেখানে আমাদের সংগঠন শক্তিশালী।’ অন্যদিকে, কলকাতা পুর ভোটের ফল প্রকাশের পর ব্যাপক বদল ঘটান হয়েছে দলের রাজ্য সংগঠনে। মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়েছে। যুব মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে সৌমিত্র খাঁকে রাজ্য সহ-সভাপতি করা হয়েছে। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু। দলের সাধারণ সম্পাদক করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘পার্টির রদবদলের সঙ্গে ভোটের ফলের কোনও সম্পর্ক নেই। তৃণমূল একার কথায় চলে। কংগ্রেস এই করে উঠে গিয়েছে। BJP ও রকম পার্টি না।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32zCwvq
Previous article
Next article
Leave Comments
Post a Comment