Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HajlaJ
41% রিটার্ন! বিনিয়োগকারীদের মোটা লাভ দিচ্ছে কোন সংস্থা? https://ift.tt/3qq8nar
এই সময় ডিজিটাল ডেস্ক: দ্য স্টেট ট্রেডিং কর্পোরেশন অব ইন্ডিয়ার স্টকের দর শুক্রবার সকালে 8% বৃদ্ধি পেয়েছে। এবং আরও বাড়ার ইঙ্গিত রয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে ক্রমবর্ধমান ভলিউম এটাই বোঝাচ্ছে যে, স্টক কেনার চাহিদা রয়েছে বাজারে। এমএসিডি শেষ ট্রেডিং সেশনে বুলিশ ক্রসওভারের ইঙ্গিত দিয়েছে এবং এটাও বোঝা যাচ্ছে যে, বর্তমান ধারায় পরিবর্তন আসতে চলেছে। দৈনিক আরএসআই 37 থেকে বৃদ্ধি পেয়ে 70 অঙ্ক ছুঁয়েছে। ফলে এর থেকে বোঝা যাচ্ছে স্টকের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা। একই সঙ্গে এডিএক্স-ও 20-র উপরে রয়েছে, যা শক্তিশালী প্রবণতাকেও বোঝাচ্ছে। গত 8 জুন স্টক 52- সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছিল। তারপর দামের বড় সংশোধন হয় এবং যে কারণে স্টকের দর 37 % নেমে গিয়েছিল। তারপর যদিও স্টকের চাহিদা বাড়তে থাকে এবং দেখা যায়, স্টকের দর 28 % বেড়েছে। ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে, কোম্পানি তার শেয়ার হোল্ডারদের 41.74% হারে রিটার্ন দিতে সক্ষম হয়েছে। স্বল্পমেয়াদেও স্টকের পারর্ফম্যান্স যথেষ্ট ভালো। এক মাসের নিরিখে দেখা যাচ্ছে যে, স্টক 18% হারে রিটার্ন দিতে সক্ষম হয়েছে। এবং সেই কারণে অনেক প্রতিদ্বন্দ্বী সংস্থাকেই পিছনে ফেলে দিয়েছে। প্রসঙ্গত, দ্য স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কৃষি-পণ্য, মূল্যবান ধাতু, খনিজ ও আকরিক, কয়লা এবং কোক, সার ইত্যাদির ব্যবসায় রত। এটি একটি ছোট ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপের পরিমাণ হল 689 কোটি টাকা। এটি 3 বছরের ব্যবধানে 94% এর নিট লোকসান কমাতে সক্ষম হয়েছে। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে, কোম্পানির ম্যানেজমেন্ট ক্ষতি পুষিয়ে কোম্পানিকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। না হলে বর্তমান শেয়ার বাজারের যা হাল, যেখানে সমস্ত কোম্পানির স্টকের দরই কমবেশি মাত্রায় পড়ছে, সেখানে ক্ষতি পুষিয়ে শেয়ারহোল্ডারদের রিটার্ন দেওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বিশেষত ওমিক্রনের প্রভাব যেভাবে শুধু ভারতই নয়, নয় সারা বিশ্বের শেয়ার বাজারের উপরেই প্রভাব ফেলেছে। যে কারণে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সামগ্রিক শেয়ার বাজারের অর্থনীতি। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্য স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, স্টকের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ক্রমবর্ধমান ভলিউমের নিরিখে এটা বোঝা যাচ্ছে, আগামিদিনে সাফল্যের নতুন শিখর স্পর্শ করতে চলেছে কোম্পানিটি। Disclaimer : The above content is produced on behalf of DSIJ, and TIL hereby disclaims any and all warranties, expressed or implied, relating to the same. Please take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified.
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HajlaJ
Previous article
Next article
Leave Comments
Post a Comment