Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3mxhXHs
১৭ রাজ্যে ছড়াল Omicron, একদিনে আক্রান্ত ১২২ https://ift.tt/3HagfDD
এই সময় ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় মধ্যেই প্রায় দ্বিগুণ হারে বাড়ল দেশের Omicron সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের বুলেটিন জানাচ্ছে, এই মুহূর্তে দেশে করোনার এই নয়া ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন মোট ৩৫৮ জন। এখনও পর্যন্ত ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই স্ট্রেন। একাধিক রাজ্যে নতুন করে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। দিল্লিতে বাতিল হয়েছে বড়দিন ও বর্ষবরণের সমস্ত জমায়েত ও অনুষ্ঠান। পাশাপাশি, উত্তরপ্রদেশ সরকারও জারি করে নাউট কার্ফু। এ রাজ্যে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জারি রয়েছে কোভিডের বিধিনিষেধ। যদিও শুক্রবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু থাকছে না। দৈনিক গ্রাফ নিম্নমুখী Omicron-এর ঊর্ধ্বমুখী পরিসংখ্যানের মধ্যেই দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করেব করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় তা প্রায় ৮৫০ কম। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫৮ জনের। পাশাপাশি, সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫১ জন। সতর্কবার্তা প্রধানমন্ত্রীর দেশে ক্রমশ চওড়া হচ্ছে ওমিক্রনের থাবা। এই প্রেক্ষাপটে দেশের সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি আধিকারকদের থেকে দেশে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি FAQ প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, ‘দক্ষিণ আফ্রিকার বাইরেও বিভিন্ন ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এই ভ্যারিয়্যান্টের যে ছবি সামনে এসেছে তাতে মনে করা হচ্ছে এই ভ্যারিয়্যান্ট আরও দেশে ছড়িয়ে পড়তে পারে,তার মধ্যে রয়েছে ভারতও। যদিও এখনও কতদ্রুত এই ভ্যারিয়্যান্ট ছড়াবে এবং তার প্রভাব কতটা গুরুতর হতে পারে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, যেহেতু ভারতে দ্রুত গতিতে টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং ভারতে ডেল্টা ভ্যারিয়্যান্ট বিপুলভাবে ছড়িয়ে পড়েছিল তাই এই ভ্যারিয়্যান্টের প্রভাব অপেক্ষাকৃত কম পড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।’ চিনে ফের লকডাউন নতুন করে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে লকডাউন (Lockdown) জারি করা হয়েছে চিনের (China) জিয়ান (Xian) শহরে। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে ওই শহরের সীমানা। শীতকালীন অলিম্পিকের (Winter Olympic) মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রশাসনের এই সিদ্ধান্ত আতঙ্ক তৈরি করেছে। ওমিক্রন-আতঙ্কে পুনরায় ! ১৯ ডিসেম্বর থেকেই ‘ক্রিসমাস লকডাউন’ (Christmas Lockdown) ঘোষণা করল নেদারল্যান্ড। আবার ‘ ’ আক্রান্তের সংখ্যা বেড়ে চলার ঘটনাকে ‘বড় ঘটনা’ ও ‘গুরুতর উদ্বেগ’ বলে ঘোষণা করল লন্ডন। সংক্রমণ ঠেকাতে ইউরোপের অন্যান্য দেশগুলিও বড়দিন উৎসবের সময় কড়া বিধি-নিষেধ জারি করতে চলেছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে ইউরোপে ‘ওমিক্রন’ ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান উরসুলা ভোন ডের লিয়ান। তাই ঝুঁকি এড়াতে ও সংক্রমণ ঠেকাতে বড়দিন ও বর্ষশেষ-বর্ষবরণ উৎসবের মরশুমে কড়া বিধি-নিষেধ জারি করতে চলেছে নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের দেশগুলি।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3mxhXHs
Previous article
Next article
Leave Comments
Post a Comment