২টি ভ্যাকসিন-বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পরিচালক সুমন ঘোষ https://ift.tt/3sKEFj7 - MAS News bengali

২টি ভ্যাকসিন-বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পরিচালক সুমন ঘোষ https://ift.tt/3sKEFj7

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত চলচ্চিত্র (Suman Ghosh)। নিজেই ফেসবুক পোস্টে জানালেন সেই খবর। তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি আমেরিকা থেকে কোভিডের (Booster Dose) নিয়ে ফিরেছেন। করোনার তিন তিনটি টিকা নেওয়ার পরও ভাইরাসে আক্রান্ত হওয়ায় হতবাক পরিচালক। আমেরিকা থেকে বুস্টার ডোজ নিয়ে কলকাতায় ফেরার পরই তাঁর শরীরে কোভিডের লক্ষণ ধরা পড়ে। এমনটাই ফেসবুক পোস্টে জানিয়েছেন সুমন ঘোষ। তাঁর কথায়, 'আমি উপসর্গহীন নই। বুস্টার ডোজ নিয়েও কোভিড ধরা পড়ায় ঘটনাটি সকলকে জানাচ্ছি। ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের জন্য এটিও হয়ত কোনও উল্লেখযোগ্য তথ্য হতে পারে।' সুমন ঘোষ আরও জানিয়েছেন, তাঁর আট এবং ছয় বছরের মেয়েরাও কোভিডের দু'টি টিকা নিয়েছে। তাদের শরীরেও থাবা বসিয়েছেন করোনাভাইরাস। তবে তাদের উপসর্গগুলি খুবই সামান্য। এদিকে, রাজ্যের কোভিড পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। বিগত ২৪ ঘণ্টায় ২১২৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৩৫ হাজার ৩৪। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৮৯। পজিটিভিটি রেটও ২.৮৪% থেকে ৫.৪৭% হয়ে গিয়েছে। শুধুমাত্র কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৯০। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। হাওড়ায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ১৫৮। একদিনে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১২।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HtGp4x
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads