Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EFzm6T
তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে দেশে বাড়ল আক্রান্তের সংখ্যা https://ift.tt/3qV7Xt1
এই সময় ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল দেশের করোনা সংক্রমণ একলাফে ৪৪ শতাংশ বেড়ে হয়েছিল ১৩ হাজার ১৫৪। শুক্রবার ২০২১ সালের শেষ দিনে আরও বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। এদিকে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন থাবা বসিয়েছে ১ হাজার ২৭০ জনের দেহে। ওমিক্রন সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সংশ্লিষ্ট রাজ্যে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ৪৫০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১২৫ জন। দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩২০ জন। তাঁদের মধ্যে ওমিক্রন মুক্ত হয়েছেন ৫৭ জন। অন্যান্য রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যথাক্রমে কেরালা ১০৯, গুজরাট ৯৭, রাজস্থান ৬৯, তেলঙ্গানা ৬২, তামিলনাডু ৪৬, কর্নাটক ৩৪, অন্ধ্রপ্রদেশ ১৬, হরিয়ানা ১৪, পশ্চিমবঙ্গ ১৫, মধ্যপ্রদেশ ৯, উত্তরাখন্ড ৪। এদিকে রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন দু’ হাজার ১২৮ জন । এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯০। এছাড়া উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১৫। হাওড়ায় কোভিড আক্রান্ত ১৫৮। করোনার সুনামি আসতে চলেছে, গত বুধবার এমনই মন্তব্য করেছেন WHO প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি বলেন, 'Omicron এর ট্রান্সমিশন খুব দ্রুত হচ্ছে। এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় Delta Variant যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে।' দেশ আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EFzm6T
Previous article
Next article
Leave Comments
Post a Comment