ওস্তাদের মার শেষ রাতে! টমি টেলরকে টপকালেন CR7 https://ift.tt/3FIimyn - MAS News bengali

ওস্তাদের মার শেষ রাতে! টমি টেলরকে টপকালেন CR7 https://ift.tt/3FIimyn

এই সময় ডিজিটাল ডেস্ক: বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। বছরটা বাকি সময়টা ভালো খারাপ মিশিয়ে গেলেও বছরের শেষটা ভালো গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ()। বর্ষশেষে নতুন নজির গড়লেন তিনি। গতকাল EPL-এ বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে নজির গড়েন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) জার্সিতে করা গোলের তালিকায় শীর্ষ ১৫ জনের মধ্যে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকালের ম্যাচে প্রথম থেকেই রাশ হাতে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৮ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন স্কট ম্যাকটমিনায়। বেন মি-র আত্মঘাতী গোলে ২৭ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ৩৫ মিনিটের মাথায় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৮ মিনিটের মাথায় অ্যারন লেনন বার্নলির হয়ে একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না। এরপর আর গোল করতে পারেনি কোনও দলই। বছরের শেষ ম্যাচে শেষ হাসি রোনাল্ডোরাই। এই গোলের সুবাদে একাধিক নজির তৈরি করলেন CR7। দেখে নিন কী কী নজির তৈরি করলেন তিনি গতকাল টমি টেলরকে টপকে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ গোলদাতাদের তালিকায় জায়গা করে নেন। তাঁর আর ১৫টা গোল দরকার ডেভিড হের্ডকে টপকে ১৩ তম স্থানে ওঠার জন্য। বার্নলির বিরুদ্ধে গোল করে রোনাল্ডো ১২০টা আলাদা আলাদা ক্লাবের বিরুদ্ধে গোল করলেন। ৯১ তম প্রিমিয়ার লিগ গোল করলেন রোনাল্ডো। ২০২১-এ ৪৭টা গোল করে ফেললেন তিনি। অ্যারন লেনন ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হলেন একমাত্র প্লেয়ার যারা ২০০৫-০৬ ও ২০২১-২২ এর প্রিমিয়ার লিগে একই ম্যাচে গোল করলেন। ক্রিশ্চিয়ানোর বর্তমানে মোট প্রিমিয়ার লিগ গোল হল ৯২। টপকে গেলেন অলি গার্নার সোলসকাজেরকে (৯১)। বৃহস্পতিবারের জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এল রেড ডেভিলসরা। তাদের মোট পয়েন্ট ৩১। ৩ জানুয়ারি ঘরের মাঠে উলভের বিরুদ্ধে নামবে রোনাল্ডোরা। বর্তমানে শীর্ষস্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে আছে ইউনাইটেড। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রালফ রাঙ্গনিক বলেন, ‘আমি সঠিক জায়গায় সঠিক প্লেয়ারকে রাখতে চেয়েছিলাম। দিনের শেষে যেটা কাজে দিয়েছে। সেইজন্য আমি জেডনকে বাঁদিকে ও ম্যাসনকে ডানদিকে খেলাই। আগে রাখি দুই স্ট্রাইকারকে।’


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EH29bo
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads