দিল্লিতে পেট্রল-ডিজেল 100-র নীচে! কলকাতায় কত? https://ift.tt/31g7clm - MAS News bengali

দিল্লিতে পেট্রল-ডিজেল 100-র নীচে! কলকাতায় কত? https://ift.tt/31g7clm

এই সময় ডিজিটাল ডেস্ক: বছর শেষের দিনেও পেট্রল-ডিজেলের দাম রইল অপরিবর্তিত। নভেম্বরে কেন্দ্র পেট্রল-ডিজেলে যে শুল্ক ছাড় দিয়েছিল সেই দাম এখনও বজায় রয়েছে। তবে, মাঝে বেশ কয়েকটি রাজ্য পেট্রলের উপর VAT কমাতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। কলকাতায় প্রায় গত দু'মাস ধরে জ্বালানির দামের কোনও পরিবর্তন হয়নি। সেঞ্চুরির উপর থাকায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অবশ্য রয়েছে 100 টাকার কম। অন্যদিকে, সম্প্রতি ঝাড়খণ্ডে পেট্রল সস্তা হয়েছে 25 টাকা। তবে সরাসরি দাম না কমিয়ে ভর্তুকি হিসেবে এই 25 টাকা প্রতি লিটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। একমাসে সর্বোচ্চ 250 টাকা ভর্তুকি পেতে পারেন কোনও BPL কার্ড ধারক টু-হুইলারের মালিক। এই টাকা সরাসরি 26 জানুয়ারি থেকে ভোক্তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা করা হবে বলে জানানো হয়েছে। এবার দেখে নেওয়া যাক, কোন শহরে জ্বালানির দাম কত? দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Delhi) রাজধাী শহরে পেট্রল-ডিজেলের দাম রয়েছে 100-টাকার কম। কেজরি সরকার VAT কমাতেই 100 টাকার নীচে নেমেছে দাম। দিল্লিতে পেট্রলের দাম রয়েছে 95.41 টাকা প্রতি লিটার। প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 86.67 টাকা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Mumbai) বাণিজ্য নগরীতে মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি। বলিউড নগরীতে পেট্রলের দাম রয়েছে 109.98 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম 94.14 টাকা। কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price In Kolkata) তিলোত্তমা নগরীতে পেট্রলের দাম রয়েছে 104.67 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 89 টাকা 79 পয়সা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price Chennai) দক্ষিণের শহরে চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.40 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 91.45 টাকা। বাড়িতে বসেও পেট্রলের দাম জানা যেতে পারে মোবাইলে SMS-এর মাধ্যমেও পেট্রল-ডিজেলের দাম জানা যেতে পারে। প্রতিদিনের দাম এই SMS-এর মাধ্যমে জানা যেতে পারে। Indian Oil গ্রাহকেরা RSP লিখে 9224992249 নম্বরে ও BPCL গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে SMS করলেই জ্বালানির দাম টেক্সট হিসেবে চলে আসবে মোবাইলে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3FHispK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads