বিদেশ ভ্রমণ করেননি রাজ্যের ৪ ওমিক্রন আক্রান্ত, আতঙ্কের গ্রাসে বাংলা! https://ift.tt/3sENN91 - MAS News bengali

বিদেশ ভ্রমণ করেননি রাজ্যের ৪ ওমিক্রন আক্রান্ত, আতঙ্কের গ্রাসে বাংলা! https://ift.tt/3sENN91

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে আরও পাঁচ জনের দেহে পাওয়া গেল নতুন স্ট্রেন ওমিক্রন। তাঁদের একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও বাকি চার জন ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। চার ওমিক্রন আক্রান্তদের মধ্যে দুই জন কলকাতার বাসিন্দা এবং বাকি দুই জন যথাক্রমে দমদম-হাওড়ার বাসিন্দা। এই বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠছে, তবে কি ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে? রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়,মঙ্গলবার রাতে ১০৭টি জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট তারা হাতে পায়। তাঁদের মধ্যে পাঁচ জনের রিপোর্ট ওমিক্রন পজিটিভ। গত কয়েকদিন ওমিক্রন আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন,তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার দুই বাসিন্দা এবং দমদম-হাওড়ার করোনা আক্রান্তদের শরীরে সেভাবে কোনও উপসর্গ না থাকায় আপাতত তাঁদের বাড়িকেই আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে, প্রয়োজন পড়লে কনটেইন্টমেন্ট জোন ফিরিয়ে আনা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,রাজ্যে এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ জন। অর্থাৎ বর্তমানে রাজ্যে সক্রিয় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ জন। এদিকে এই তথ্য সামনে আসার পরেই প্রশ্ন উঠছে, তবে কি রাজ্যে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে? এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিশেষজ্ঞ মহল। চিকিৎসক এবং মহামারী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী এক সপ্তাহের কোভিড গ্রাফের তথ্য হাতে পাওয়ার পর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে স্কুল কলেজ খোলা রাখার মতো পরিস্থিতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্য সচিবকে সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি করার নির্দেশ দেন তিনি। রাজ্যে করোনার বাড়বাড়ন্তে রাজ্যে কনন্টেইনমেন্ট জোন ফিরতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেশে তৃতীয় ঢেউ এসে গিয়েছে।' তিনি বলেন, ' প্রয়োজনে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হতে পারে।' এদিকে WHO সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, 'যে তথ্যগুলি সামনে আসছে তা থেকে স্পষ্ট যে ডেল্টার থেকে তুলনায় অনেক বেশি সংক্রামক। ওমিক্রনের ক্ষেত্রে মাত্র দুই তিনদিনেই সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন এবং আমেরিকাতে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে।' কলকাতার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qvJyK3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads