বছর কুড়ি পরেই কলকাতায় তুষারপাত! https://ift.tt/3qsO3VS - MAS News bengali

বছর কুড়ি পরেই কলকাতায় তুষারপাত! https://ift.tt/3qsO3VS

এই সময় ডিজিটাল ডেস্ক: '...হয়ত বরফ পড়বে কলকাতায়’, আগামী ২০-৩০ বছরের মধ্যেই সত্যি হবে জনপ্রিয় বাংলা গানের লাইনটি! ভূতত্ত্ববিদ সুজীব কর জানাচ্ছেন, চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়। ১৩০ কোটি বছর আগেও তেমনটাই হয়েছিল। বিশেষজ্ঞের পূর্বাভাস, ভবিষ্যতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তাঁর কথায়, 'চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়। অতীতেও তেমনটা হয়েছে। ভবিষ্যতেও তেমনটাই হবে। ক্লাইমেটিক সিস্টেমটা ধীরে ধীরে ক্লোজ সিস্টেমের দিকে এগোচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে পদ্ধতি দীর্ঘদিন ধরেই চলছিল, তা শেষ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। এতে বাস্তুতন্ত্রই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে আমাদের এখানে বঙ্গোপসাগর থাকায় কিছুটা বাঁচোয়া। কারণ, সমুদ্র তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আবহাওয়াকে উষ্ণ করে। কিন্তু, এই মুহূর্তে যে হারে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তাতে খুব শীঘ্রই হিমায়নের সূচনা হবে।' এ বছর দার্জিলিং এবং সান্দাকফুতে ভারী তুষারপাতের চিত্র দেখা গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে সুজীব কর বলেন, 'এ বছর দার্জিলিং এবং সান্দাকফুতে তুষারপাত বেড়েছে। শুধু ওই এলাকা নয়, এবার মধ্য ভারতের বেশ কিছু জায়গাতেও তুষারপাত হয়েছে। ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু জায়গাতেও বরফ পড়েছে। এসব অঞ্চলে আগে কখনও তুষারপাত হয়নি। পরবর্তী সময়ে আরও বেশ কিছু জায়গায় তুষারপাত ঘটবে।' তাঁর সংযোজন, '১৩০ কোটি বছর আগে ভারতবর্ষ বরফের চাদরে ঢাকা ছিল। শুধুমাত্র তামিলনাড়ু বাদে বাকি সমস্ত এলাকাই বরফে ঢাকা ছিল। সুতরাং অতীতে কলকাতা সহ বাংলাতেও তুষারপাতের নজির ছিল। আগামী ২০-৩০ বছরের মধ্যেই কলকাতায় বরফ পড়বে। খুব দ্রুত গতিতে জলবায়ুর এই পরিবর্তন ঘটছে। প্রথমেই এক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কমে যায়। এ বছর পুরুলিয়াতেও তুষারপাত হতে পারে।' এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন বছরের শুরুতে শীত অনুভূত হবে আবারও। এ প্রসঙ্গে সুজীব কর বলেন, 'বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। বুধবারও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি পড়ছে। তবে ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসছে। এরপর উত্তরপূর্ব দিকে স্থানান্তরিত হবে তা।' তিনি আরও বলেন, 'আজ দুপুরে হাওড়া, হুগলি, কলকাতার বেশ কিছু অংশ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশ, নদিয়া ও মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবে। বৃষ্টিপাত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে থেকেই অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকেই শীতের তীব্রতা আবার বাড়বে। তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করবে।'


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3z9Bxyl
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads