শিয়ালদা মেইন শাখায় যাত্রী বিক্ষোভ, বিপর্যস্ত ট্রেন চলাচল https://ift.tt/3pC2aZB - MAS News bengali

শিয়ালদা মেইন শাখায় যাত্রী বিক্ষোভ, বিপর্যস্ত ট্রেন চলাচল https://ift.tt/3pC2aZB

এই সময় ডিজিটাল ডেস্ক: সাত সকালে রানাঘাট স্টেশনে যাত্রী বিক্ষোভ, বিঘ্নিত রানাঘাট-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। বিক্ষোভের জেরে আটকে পড়ল কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার। কাজের দিনে এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন বহু যাত্রী। কেন বিক্ষোভ?যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাউন রানাঘাট লোকাল সাড়ে সাতটার সময় ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ত। কিন্তু, তা বর্তমানে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এর জেরে অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বিক্ষোভ। এর ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ আটকে পড়ে কৃষ্ণনগর,শান্তিপুর ও লালগোলা প্যাসেঞ্জার ট্রেন। ফলে কর্মস্থলের উদ্দেশে রওনা দেওয়া বহু মানুষ পথেই আটকে পড়েন। এরপরেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন রেলের আধিকারিকরা। এরপরেই ৭টা ৩০এর ডাউন রানাঘাট লোকালের প্ল্যাটফর্ম বদল করা হয়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qy9xAE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads