Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3sLhR2G
শিলিগুড়ি: শাক খেয়ে মৃত্যু কলেজ ছাত্রীর! হাসপাতালে ভর্তি ৩ https://ift.tt/3FHWTW7
এই সময় ডিজিটাল ডেস্ক: হল এক কলেজ ছাত্রীর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এলাকায়। বাড়িতে রান্না করা শাক খেয়ে কী ভাবে কারও মৃত্যু হতে পারে কিংবা কেউ অসুস্থ হতে পারে তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম তনুশ্রী রায় (২১)। শিলিগুড়ির ফুলবাড়ি-এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙির নাওয়াপাড়া এলাকার বাসিন্দা তনুশ্রী শিলিগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর পরিবারের আরও তিন সদস্য এখনও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। খাবারে বিষক্রিয়ার জেরেই এই পরিস্থিতি বলে হাসপাতাল সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, প্যালকা শাক কিংবা লাফা শাক শিলিগুড়ি-ফুলবাড়ি এলাকার যথেষ্ট জনপ্রিয় খাবার। মাঠে বা পুকুর ধার থেকে প্যালকা শাক তুলে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার যথেষ্ট চল রয়েছে এলাকায়। সাহুডাঙির নাওয়াপাড়া এলাকার বাসিন্দা তনুশ্রীর পরিবারও সোমবার রাতে প্যালকা শাক তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করেছিলেন বলে খবর। সেই শাক খেয়ে রাতেই অসুস্থ হয়ে পড়েন তনুশ্রী ও তাঁর বাবা, মা সহ পরিবারের মোট পাঁচ সদস্য। এরপর রাতেই তাঁদের তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারপর সেখানে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু, শেষরক্ষা হয়নি। এদিন ভোররাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই মৃত্যু হয় তনুশ্রীর। তাঁর বাবা, মা সহ আরও তিন জন এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাবারে বিষক্রিয়ার জেরেই তনুশ্রীর মৃত্যু হয়েছে এবং পরিবারের অন্যরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তরুণীর মামা অবিনাশ রায়। তিনি বলেন, ‘সোমবার রাতে তনুশ্রীর মা প্যালকা শাক বাড়িতে রান্না করেছিলেন। রান্নার সময়ই হয়ত টিকটিকি বা ওই জাতীয় কিছু পড়েছিল। তার ফলে বিষক্রিয়া হয়েই পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়ে।’ একইসঙ্গে তরুণীর মৃত্যুর জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে তনুশ্রীর মৃত্যু হলেও তাঁর বাবা, মায়ের শারীরিক অবস্থা আপাতত ভাল রয়েছে, জানিয়েছেন যুবতীর কাকা বলেন রায়।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3sLhR2G
Previous article
Next article
Leave Comments
Post a Comment