Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GRWb8U
পর্যটকদের জন্য দুঃসংবাদ, ৩ মাসের জন্য বন্ধ মংপুর রবীন্দ্র মিউজিয়াম https://ift.tt/32c6h5w

ing) এই সময় ডিজিটাল ডেস্ক: তিন মাসের জন্য বন্ধ করা হচ্ছে মংপুর রবীন্দ্র মিউজিয়াম (Mungppoo Rabindra Museum)। আগামী ২০ ডিসেম্বর থেকে এই সংগ্রহশালা পর্যটকদের জন্য বন্ধ করা হবে। যা ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। জানা গিয়েছে, মূলত সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভরা পর্যটনের মরশুমে উত্তরবঙ্গের অন্যতম এই আকর্ষণীয় সংগ্রহশালা বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ পর্যটকদের। ব্যবসাও মার খাবে বলে মনে করছেন সিটঙের ব্যবসায়ীরা। রাজ্য সরকারের পূর্ত দফতর এবং হেরিটেজ কমিশন এই সংগ্রহশালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ইতিমধ্যেই এই রবীন্দ্র সংগ্রহশালার সংস্কারের কাজ শুরু হয়েছে বলে খবর। মিউজিয়ামটির ছাদ, দেওয়াল নতুন করে তৈরি করা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। বাইরের সংস্কার অনেকটাই হয়ে এসেছে। এবার মিউজিয়ামের ভেতরের নির্মাণকাজে হাত দেবে কর্তৃপক্ষ। আর সেই কারণেই সংগ্রহে থাকা সমস্ত জিনিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে জানাইয়ে তারা। সমস্ত সংস্কারের কাজ সম্পন্ন হতে আরও তিনমাস সময় লাগতে পারে বলে অনুমান। সে ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত বন্ধই রাখা হবে এটি। (Darjeeling) থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত এই মংপু অঞ্চলটি পাখিদের সেরা আস্তানা। ১৯৩৮ সালে ২১ মে রবীন্দ্রনাথ ঠাকুর মংপু এসেছিলেন। ফের পরের বছর এসে একমাস থেকেছিলেন। ১৯৪০ সালেও দু’বার এসে একমাস করে থেকে গিয়েছিলেন। সেখানকার বাসিন্দারা ঘটে করে রবীন্দ্রনাথের জন্মদিনও পালন করতেন। মংপুতে থাকাকালীনই কবিগুরু লিখেছিলেন ‘ছেলেবেলা’, ‛নবজাতক’, ‛শেষ কথা’, ‛বাংলা ভাষার পরিচয়’, ‛মংপু গিরিবাস’, ‛সানাই’, ‛আকাশ প্রদীপ’ এবং ‛জন্মদিন’। মংপুতে এলেই রবীন্দ্রনাথ থাকতেন মনমোহন সেনের বাড়িতে। কেমিস্ট মনমোহন ছিলেন মৈত্রেয়ীদেবীর স্বামী। ১৯৪৪ সালে তাঁর বাড়িটিকেই নাম বদলে ‛রবীন্দ্র স্মৃতি ভবন’ করা হয়। এরপর ২০০৯ সালে সেটিকে একটি রবীন্দ্র মিউজিয়ামের রূপ দেওয়া হয়। কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র, তাঁর একধিক পাণ্ডুলিপি এমনকী তাঁর হোমিওপ্যাথি ওষুধগুলিকেও সংগ্রহে রাখা হয়েছে। ফলে বরাবরের জন্যই পাহাড়ে আসা পর্যটকদের জন্য এই মিউজিয়াম অন্যতম আকর্ষণীয় স্থান।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3GRWb8U
Previous article
Next article
Leave Comments
Post a Comment