'সামনাসামনি কথা বলো', কোহলি প্রসঙ্গে BCCI-কে পরামর্শ আফ্রিদির https://ift.tt/3yZcJJA - MAS News bengali

'সামনাসামনি কথা বলো', কোহলি প্রসঙ্গে BCCI-কে পরামর্শ আফ্রিদির https://ift.tt/3yZcJJA

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে চলা বিরাট কোহলি বনাম বোর্ডের সংঘাত বর্তমানে হট টপিক। এই বিষয়ে সবাই মুখ খুলছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি এই বিষয়ে দু'পক্ষকে পরামর্শ দিলেন। ভারতীয় ক্রিকেটের অবস্থা দেখে শাহিদ আফ্রিদির মত বিরাট কোহলি ও BCCI-এর মধ্যে পরিষ্কার করে কথা বলা জরুরি। তিনি নির্বাচকদের কমিটির উদ্দেশ্যে বলেন, তাদের উচিত তাদের উদ্দেশ্যগুলো প্লেয়ারদেরকে জানানো। প্লেয়ারদের নিয়ে নির্বাচকরা কী ভাবছে তা জানা উচিত। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটা আরও ভালোভাবে সামলানো যেত। আমার সব সময় মনে হয় ক্রিকেট বোর্ডের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকটা বাবার ভূমিকা পালনের মত। নির্বাচক ও বোর্ড ক্রিকেটের ভবিষ্যতের জন্য যা ভেবেছে তা প্লেয়ারদের বলা উচিত। কথা বলা উচিত। যেমন দেখো আমাদের এই পরিকল্পনা আছে। তোমাদের কী পরিকল্পনা আছে সেটা জিজ্ঞাসা করা উচিত। এতে সুবিধা হবে।’ মিডিয়ায় সব বিষয় যাওয়া নিয়েও আপত্তি প্রকাশ করেন আফ্রিদি। বলেন, ‘এসব জিনিস যদি মিডিয়ায় যায় তাহলে ইস্যু তৈরি হবে। বিষয়টাকে টানা হলে তা মিটবে না। প্লেয়ার ও বোর্ডের মধ্যে কোনও যোগাযোগে খামতি থাকা উচিত নয়।’ বিতর্কের শুরু হয় বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরানোর পর। সৌরভ জানিয়েছিলেন, বোর্ডের অনুরোধ অগ্রাহ্য করে বিরাট টি-২০ অধিনায়কত্ব ছাড়ে। তাই বোর্ড বিরাটকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। যদিও কোহলি সেই বক্তব্যকে খারিজ করে দেন। তিনি জানিয়ে দেন, অধিনায়কত্ব ছাড়তে কেউ তাঁকে নিষেধ করেননি। এরপর তিনি রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন। বিরাটের বক্তব্যের প্রেক্ষিতে সৌরভ জানান, এটা অভ্যন্তরীণ বিষয়, বোর্ড যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এই বিষয়ে। বিষয়টা মিডিয়ার সামনে চলে আসার বিরক্তি প্রকাশ করেছিলেন কীর্তি আজাদও। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আসায় তা ভারতীয় ক্রিকেটের জন্য খারাপ হয়েছে বলে মনে করেন কীর্তি। খারাপ পরিস্থিতির জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তোলেন প্রাক্তন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমার মনে হয় আরও ভালোভাবে করা যেত। BCCI-কে আরও পেশাদারিত্বের পরিচয় দিতে হত। যখন প্রাক্তন অধিনায়ক বা ক্রিকেট বিশেষজ্ঞরা এগুলো নিয়ে কথা বলছেন তখন প্রকাশ্যে বিষয়গুলো না আসা উচিত ছিল। যেই মানুষটা অধিনায়ক হিসেবে দলকে সব দিল তাকে আরও ভালোভাবে বিদায় জানাতে পারত বোর্ড।’


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/32s3W6O
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads