Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qohkB6
'কাউকে তেল দেওয়া আমার কাজ নয়', শাস্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য https://ift.tt/3Ek65i5
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন খেলার থেকেও বেশি চর্চিত মাঠের বাইরের বিষয়গুলি। বিরাটের অধিনায়কত্ব ইস্যু তো ছিলই। সম্প্রতি যেখানে যোগ হয়েছে রবি শাস্ত্রীর () বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্য। পালটা মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচও। জানিয়েছেন, কাউকে তেল দিয়ে চলতে পারবেন না তিনি। ফলে দুই রবির দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল। দক্ষিণ আফ্রিকা সিরিজের () আগে যা যথেষ্ট চিন্তার। কিছুদিন আগে অশ্বিন জানিয়েছিলেন ২০১৯ সালে সিডনি টেস্টের সময় রবি শাস্ত্রীর এক মন্তব্যে তিনি আঘাত পেয়েছিলেন। অশ্বিনের (R. Ashwin) মত অভিজ্ঞ স্পিনারকে একপ্রকার অবজ্ঞা করে কুলদীপ যাদবকে নিয়ে মেতেছিলেন শাস্ত্রী। ২ বছর পর যা সামনে আনেন অশ্বিন। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে কুলদীপ যাদব পাঁচ উইকেট শিকার করেছিলেন। ঘটনার পরে বলেছিলেন, কুলদীপ বর্তমানে ভারতের অন্যতম সেরা স্পিনার। অশ্বিনকে উদ্দেশ্য করে বলেছিলেন, সবারই সময় থাকে। এই ঘটনার পরে ভেঙে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘আমরা সবাই রবি ভাইকে খুব শ্রদ্ধা করি। ওই কথাটা শোনার পর আমি নিজেই নিজের মধ্যে ধ্বংস হতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল আমাকে কেউ যেন চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা সবাই আলোচনা করছিলাম, দলের সতীর্থর সাফল্য কতটা গুরুত্বপূর্ণ। আমি কুলদীপের জন্য খুশি ছিলাম।’ অশ্বিনের এই বক্তব্যে উত্তর বেশ কড়াভাবে দেন শাস্ত্রী। বলেন, ‘অশ্বিন সিডনি টেস্ট খেলেনি এবং কুলদীপ ভালো বল করেছিল। এটা স্বাভাবিক আমি কুলদীপকে সুযোগ দিয়েছিলাম। সেটা যদি অশ্বিনকে আঘাত দেয় তাহলে আমি খুব খুশি। কারণ ওটা ওকে কিছু আলাদা করতে দিয়েছিল। আমার কাজ সবার টোস্টে মাখন দেওয়া নয়। আমার কাজ হল কোনও লক্ষ্য ছাড়াই ফ্যাক্ট পরিবেশন করা।’ তবে এই পরিস্থিতিতে তিনি নিজে প্লেয়ার হিসেবে থাকলে কী করতেন তা-ও জানালেন। বললেন, ‘আপনার কোচ যদি আপনাকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি কী করবেন? বাড়ি গিয়ে কেঁদে বলবেন আমি আর ফিরে যাব না? একজন প্লেয়ার হিসেবে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতাম। আমি কোচকে ভুল প্রমাণ করতাম। কুলদীপকে নিয়ে আমার স্টেটমেন্ট যদি অশ্বিনকে আঘাত দিয়ে থাকে তাহলে আমি গর্বিত যে আমি সেই কথাটা বলেছি। আমি ওকে দিয়ে কিছু আলাদা করাতে পেরেছি।’ অশ্বিনের বাসের সামনে ফেলে দেওয়ার মন্তব্য কিছুটা মজার ছলে উড়িয়ে দেন। বলেন, ‘অশ্বিনকে বাসের সামনে ফেলা নিয়ে চিন্তা করতে হবে না। কারণ, আমি ড্রাইভারকে বলে দিয়েছিলাম ২-৩ ফুট দূরে দাঁড়িয়ে পড়তে।’
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3qohkB6
Previous article
Next article
Leave Comments
Post a Comment